ধৃতের পুলিশ হেফাজত

আগুনে পুড়ে কিশোরী মৃত্যুর ঘটনায় ধৃতের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার ডেবরার বালিচকের বাসিন্দা ধৃত লবা বৈরাগীকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হয়। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত লবার স্ত্রী শিল্পী বৈরাগীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০১:৪৮
Share:

আগুনে পুড়ে কিশোরী মৃত্যুর ঘটনায় ধৃতের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার ডেবরার বালিচকের বাসিন্দা ধৃত লবা বৈরাগীকে মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হয়। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত লবার স্ত্রী শিল্পী বৈরাগীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত শনিবার লবা বৈরাগীর বাড়িতে আগুনে পুড়ে জখম হয় মিলি কর্মকার(১৫) নামে এক কিশোরী। বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যালে ওই কিশোরীর মৃত্যু হয়। বাংলাদেশের বাসিন্দা ওই কিশোরীকে নিজের ভাইয়ের মেয়ে বলে দাবি করতেন শিল্পী বৈরাগী। কিন্তু তাঁকে দিয়ে পরিচারিকার কাজ করানো হত। এমনকী কিশোরীকে দিয়ে অমানবিক পরিশ্রম করানো হত বলেও অভিযোগ তুলে সরব হয় গ্রামবাসীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement