অবস্থান-বিক্ষোভ চকদ্বীপায়। নিজস্ব চিত্র।
বেআইনি ভাবে জমি অধিগ্রহণের প্রতিবাদে আন্দোলনকারী জমিদাতাদের পাশে থাকার বার্তা দিল সব রাজনৈতিক দলই। শনিবার হলদিয়ার চকদ্বীপার নির্মিয়মান ইন্টারন্যাশনাল কার্গো হাবের সামনে ‘কৃষক ও কৃষি বাঁচাও কমিটি’ অবস্থান মঞ্চে হাজির হন তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি নেত্ৃত্ব। ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক সনৎ বটব্যাল, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পীযূষ ভট্টাচার্য, বিজেপির রাজ্য সহ সভাপতি বাদশা আলম, বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার জেলার সভাপতি নীলাঞ্জন অধিকারী প্রমুখ।
এ দিন সকালে তৃণমূল ও কংগ্রেস নেতারা অবস্থান মঞ্চে যান। আর দুপুরে হাজির হন বিজেপির রাজ্য সহ সভাপতি বাদশা আলম। তাঁর কথায়, “হলদিয়ায় একটা কাজে গিয়েছিলাম। পথে জমি আন্দোলনকারীদের পাশে থাকার কথা জানাতে এসেছিলাম।” গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি অখিল গিরি ও বিজেপি যুব সংগঠনের নেতারা অবস্থান মঞ্চে এসে আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেছিলেন।
বেআইনিভাবে জমি অধিগ্রহণের অভিযোগে এবং কলকাতা হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কার্যকরের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে হলদিয়ার চকদ্বীপার নির্মিয়মান ইন্টারন্যাশনাল কার্গো হাবের সামনে আন্দোলন শুরু করেছেন জমিদাতারা। এ দিন ‘কৃষক ও কৃষি বাঁচাও কমিটি’র আহ্বায়ক যদুপতি বোয়াল বলেন, “বেআইনিভাবে জমি অধিগ্রহণ করায় আদালতে মামলা করেছি। কলকাতা হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। সেই দাবিতেই আমরা অরাজনৈতিকভাবে অবস্থান বিক্ষোভ করছি।”