জুয়ার ঠেকের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধরের নালিশ

বাড়ির পিছনেই প্রতি সন্ধ্যায় বসত মদ ও জুয়ার আসর। আসরের লোকেরা ঘরের সামনে সাইকেল রাখায় অসুবিধা হত হলদিয়া টাউনশিপ এলাকার ঝুপড়ির বাসিন্দা এক মহিলার। তাঁর এক মেয়ে ও দুই ছেলে। দুই ছেলে বাইরে থাকায় মেয়েদের নিয়েই থাকতেন স্বামী বিচ্ছিন্না ওই মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া: শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০০:৫৮
Share:

বাড়ির পিছনেই প্রতি সন্ধ্যায় বসত মদ ও জুয়ার আসর। আসরের লোকেরা ঘরের সামনে সাইকেল রাখায় অসুবিধা হত হলদিয়া টাউনশিপ এলাকার ঝুপড়ির বাসিন্দা এক মহিলার। তাঁর এক মেয়ে ও দুই ছেলে। দুই ছেলে বাইরে থাকায় মেয়েদের নিয়েই থাকতেন স্বামী বিচ্ছিন্না ওই মহিলা। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগকারিনীর বাড়ির সামনে দিয়ে মাথায় চাদর দিয়ে মুখ ঢেকে মদের আসরের দিকে যাচ্ছিলেন এক প্রতিবেশী। ব্যক্তির পরিচয় জানতে চান ওই মহিলা। তার জেরে ওই মহিলার সঙ্গে বচসা শুরু হয় ব্যক্তিটির। ঘটনায় অন্য প্রতিবেশীরা জড়ো হয়ে বছর ঊনচল্লিশের ওই মহিলা ও তাঁর মেয়েকে মারধর করে বলে অভিযোগ। মেয়েকে বিবস্ত্র করারও চেষ্টা করা হয় বলে দাবি অভিযোগকারিনীর। মারধরে মাথা ফেটে যায় মেয়ের। তাঁদের ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এ দিন রাতে হলদিয়া টাউনশিপ পুলিশ ফাঁড়িতে ওই মহিলা প্রতিবেশী সুকান্ত নস্কর-সহ আট জনের বিরুদ্ধে জুয়ার প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর মেয়েকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।

Advertisement

উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে হলদিয়া ভবনে নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তত্‌কালীন সিপিএম নেতা লক্ষণ শেঠ। তাঁদের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পথে লক্ষণবাবুর সঙ্গে দেখা করে বঞ্চনার অভিযোগ জানাতে গিয়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই মহিলা। ওই মহিলার অভিযোগ, বাড়ির পিছনে প্রায় প্রতিদিন কিছু লোকজন জুয়ার আসর বসায়। মদ্যপ অবস্থায় চিত্‌কার করে তাঁরা। আমার বাড়ির সামনে সাইকেল রেখে বাড়ির পাশ দিয়ে জুয়ার আসরে লোকজন যাতয়াত করে। আগেও এ সবের প্রতিবাদ জানিয়েছে।” তাঁর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় সুকান্ত নস্কর নামে এক ব্যক্তি চাদর দিয়ে মুখ ঢেকে বাড়ির সামনে দিয়ে জুয়ার আসরের দিকে যাচ্ছিলেন। তাঁর পরিচয় জানতে চাইলে সে গালিগালাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি তাঁর ছেলে ও অন্য প্রতিবেশীদের জুটিয়ে আনে। ওই মহিলার অভিযোগ, “তাঁরা আমাকে ও মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে মারধর করে। মেয়ের জামা ছিঁড়ে দিয়ে বিবস্ত্র করার চেষ্টা করে। শাবল দিয়ে মেয়ের মাথা ফাটিয়ে দেয় ওরা।” অভিযুক্তরা আমার কাছ থেকে মদ খাওয়া, জুয়া খেলার জন্য টাকা চাইত। এ সবের প্রতিবাদ করাতেই বৃহস্পতিবার পরিকল্পিতভাবে তাঁদের উপর আক্রমণ করা হয়েছে বলে দাবি ওই মহিলার।

হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল জানান, বিষয়টি সংবাদমাধ্যমের কাছে শুনেছি। ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। স্থানীয় কাউন্সিলর অনিমা হালদার বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে জানান। হলদিয়া থানার পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি গণ্ডগোল হয়েছে। তবে এখনও ঘটনার অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement