উন্নয়নের খতিয়ান তুলে ধরে বামেদের আক্রমণ শিশিরের

বামফ্রন্টের ৩৪ বছর বনাম তৃণমূলের ৩৪ মাস। দুই সময় কালকে তুলে ধরে তুলনামূলক আলোচনা করে বর্তমান সরকারের প্রশংসার পাশাপাশি বিগত বাম জামানকে বিঁধলেন কাঁথির প্রার্থী শিশির অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৪ ০০:৫৯
Share:

তৃণমূলের জনসভায় শিশির অধিকারী। —নিজস্ব চিত্র।

বামফ্রন্টের ৩৪ বছর বনাম তৃণমূলের ৩৪ মাস। দুই সময় কালকে তুলে ধরে তুলনামূলক আলোচনা করে বর্তমান সরকারের প্রশংসার পাশাপাশি বিগত বাম জামানকে বিঁধলেন কাঁথির প্রার্থী শিশির অধিকারী।

Advertisement

বামেদের ৩৪ বছরের অপশাসন আর নৈরাজ্যের পর রাজ্যের মানুষ তৃণমূল সরকারের উন্নয়নের স্বাদ উপভোগ করতে শুরু করেছেন। রাজ্যের গ্রামাঞ্চলে এখন চলছে উন্নয়নের কাজ। মঙ্গলবার বিকেলে কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলি অঞ্চলে এক নিবার্চনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার মহিলাদের আর্থিক ও সামাজিক মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়ায় মহিলাদের আর্থিক ও সামাজিক দুই ক্ষেত্রেই উন্নতি হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ সারা দেশে নজিরবিহীন ঘটনা।”

পূর্বতন বাম-সরকারের ৩৪ বছরের শাসনকালকে কটাক্ষ করে তিনি বলেন, “বাম-রাজত্বে গ্রামীণ এলাকায় পরিকাঠামোর উন্নয়নের বদলে কোটি কোটি টাকা লুঠ হয়েছে। আর রাজ্য সরকারের ঘাড়ে বিপুল দেনার বোঝা বাড়িয়েছে।” গত পাঁচ বছরের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে শিশিরবাবু বলেন, “১৯৫২ সাল থেকে ২০০৯ পর্যন্ত কাঁথিতে যা উন্নয়ন হয়েছে কয়েকগুণ উন্নয়ন হয়েছে গত পাঁচ বছরে।” গ্রামের কাঁচা রাস্তা এখন পাকা সড়কে পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুত আর গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছেছে। সাংসদ তহবিলের টাকায় কাঁথি লোকসভা কেন্দ্রের সবক’টি পঞ্চায়েতের উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা বিদ্যুৎ এমনকী বন্যা নিয়ন্ত্রণ করা গিয়েছে।

Advertisement

শিশিরবাবু দাবি করেন, “গত দু’বছরে জেলায় একশো দিনের প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকার কাজ হয়েছে।” সভায় তৃণমূলের জেলা সম্পাদক মামুদ হোসেন বলেন, “কাঁথি কেন্দ্রে শিশিরবাবু জিতবেন এটা নিশ্চিত।” সভায় বিধায়ক বনশ্রী মাইতি, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ, ব্লক তৃণমূল সভাপতি সমরেশ দাস ও নন্দদুলাল মাইতি প্রমুখ বক্তব্য রাখেন।

ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ। তমলুকের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর ছবি-সহ ফেক্স, ব্যানার, কাট আউট নষ্ট করা ও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সুতাহাটা থানার আশাদতলি গ্রামের ঘটনা। ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী আমদাজ হোসেন। ব্লক তৃণমূল নেতা আনন্দময় অধিকারী বলেন, “আশাদতলিয়া পঞ্চায়েতের সিপিএমের প্রধান কয়েক মাস আগে তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত হাতছাড়া হয়েছে সিপিএমের। সেই আক্রোশে এই সব ঘটিয়েছে সিপিএম।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের সুতাহাটা লোকাল কমিটির সম্পাদক তরুণ চট্টোপাধ্যায় বলেন, “নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটিয়েছে সিপিএম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement