woman

Medieval barbarism: ডেবরায় রেণুর ছায়া, কাজের জন্য বাইরে যাওয়ায় গৃহবধূকে ন্যাড়া করে দিলেন মোড়লরা!

ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা দেখেই স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কোনও খোঁজ নেই নির্যাতিতা মহিলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২১:৩২
Share:

নিজস্ব চিত্র।

স্ত্রীকে চাকরি করতে দিতে চান না স্বামী। তাই বর্ধমানের রেণু খাতুনের হাত কেটে নিয়েছিলেন শের মহম্মদ। এ বার পেটের দায়ে বাড়ির বাইরে বেরোনোয় মাথা মুড়িয়ে দেওয়া হল এক গৃহবধূর। অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনার পর থেকে নিখোঁজ নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে ডেবরার চক অনন্ত গ্রামে। থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়ো দেখে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে চক অনন্ত গ্রামে যায় ডেবরা থানার পুলিশ। জানা গিয়েছে, দিন কয়েক আগে দুই সন্তানকে স্বামীর কাছে রেখে বাইরে কাজে গিয়েছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, ওই গৃহবধূ বাড়ি ফিরলে তাঁকে নিয়ে সালিশি সভা বসায় গ্রামের মোড়লরা। সেখানে মোড়লদের নিদান, মাথা মুড়িয়ে শিক্ষা দেওয়া হোক ওই মহিলাকে।

১২ বছর আগে চক অনন্ত গ্রামে বিয়ে হয়েছিল দাসপুরের ওই মহিলার। দিন আনা দিন খাওয়া সংসারে অভাব নিত্যসঙ্গী। জানা গিয়েছে, অভাবের তাড়নাতেই দুই সন্তানকে স্বামীর কাছে রেখে রোজগারের তাগিদে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাড়ি ফিরতেই বর্বরতার শিকার হতে হয় তাঁকে। এর পর থেকেই নির্যাতিতার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে মহিলার মা ডেবরা থানায় নিখোঁজ অভিযোগ করেন। ইতিমধ্যেই গ্রামের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ডেবরা থানার পুলিশ জানিয়েছে, এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে তাদের কাছে অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি, একটি ভিডিয়ো ভাইরাল হওয়ায় তারও তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement