Brown Sugar

ব্রাউন সুগার-সহ গ্রেফতার এক মহিলা

পুলিশ ৫ দিনের হেফাজতে চাইলেও বিচারক ধৃত মহিলার ২দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ০৫:২২
Share:

ধৃত মহিলাকে তোলা হয়েছে আদালতে। নিজস্ব চিত্র।

ব্রাউন সুগার-সহ এক মহিলাকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃত মহিলাকে শনিবার তোলা হয়েছিল ঝাড়গ্রাম আদালতে। পুলিশ ৫ দিনের হেফাজতে চাইলেও বিচারক ধৃত মহিলার ২দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়গ্রাম থানার পুলিশ শুক্রবার রাতে ব্রাউন সুগার সমেত মধ্য-বয়সী এক মহিলাকে ঝাড়গ্রাম শহর থেকে গ্রেফতার করে। তার কাছে বেশ কয়েক গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম সোনালী বিশাল ওরফে পিঙ্ক। ঝাড়গ্রাম শহরের বিবেকানন্দপল্লি এলাকার বাসিন্দা সে।

ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, এই ব্রাউন সুগার চক্রের পিছনে আর কে কে রয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেছেন, ‘‘এক মহিলাকে ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement