rainfall

ঝুমি নদীতে জল বাড়ায় আতঙ্ক ঘাটালে

প্রবল বৃষ্টিতে জলের তোড়ে মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগকারী অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ২৩:১৩
Share:

নিজস্ব চিত্র।

নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন ঘাটাল মহকুমা এলাকায়। ঝুমি নদীতে জল বেড়েছে। মনসুখা এলাকায় রাস্তার উপর দিয়ে বর্ষার জল বইছে। ফলে রাস্তা পারাপারে সমস্যা দেখা দিয়েছে স্থানীয়দের।

Advertisement

বৃহস্পতিবার মনসুখা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান বিডিও। স্থানীয়রা জানান, তাঁরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। অন্য দিকে, শিলাবতী নদীতেও জল বেড়েছে। বেশ কিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। ফলে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মধ্যএ। পরিস্থিতি মোকাবিলার জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে।

প্রবল বৃষ্টিতে জলের তোড়ে মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগকারী অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়েছে। এই সেতু ভেঙে যাওয়ায় ঘুর পথে যেতে হচ্ছে ঝাড়গ্রামে। ওই সেতু দিয়ে সাইকেল, মোটর বাইক ও পায়ে হেঁটে যাতায়াত করা যায়। খুব সহজেই ঝাড়গ্রামে পৌঁছে যাওয়া যায়। কিন্তু ভেঙে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঝাড়গ্রামের ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দাসপুর এলাকায় মিলন সেতু ভেঙে পড়েছে রূপনারায়ণ নদীর জলের স্রোতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement