সরস্বতী পুজোর দিনেও পরীক্ষা! সূচি বদলানোর দাবি

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইতিমধ্যে পরীক্ষার্থীদের অনেকে ওই সূচি নিয়ে নালিশ জানিয়েছেন।

Advertisement

বরুণ দে

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০১:৪১
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।—ফাইল চিত্র।

পরীক্ষার সূচি দেখে চক্ষু চড়কগাছ পরীক্ষার্থীদের অনেকের! সরস্বতী পুজোর দিনেও রাখা হয়েছে পরীক্ষা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের এক পরীক্ষা সূচিতেই ঘটেছে এমন ঘটনা।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইতিমধ্যে পরীক্ষার্থীদের অনেকে ওই সূচি নিয়ে নালিশ জানিয়েছেন। তাঁদের দাবি, সরস্বতী পুজোয় ছুটি থাকে। ছুটির দিনে পরীক্ষা হতে পারে না। বিষয়টি বিশ্ববিদ্যালয়- কর্তৃপক্ষের নজরে এনেছেন অনেক কলেজের অধ্যক্ষেরাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, ওই সূচি বদলানো হবে। সরস্বতী পুজোর দিনে কোনও পরীক্ষা রাখা হবে না। কর্তৃপক্ষের সরল স্বীকারোক্তি, এ ক্ষেত্রে একটা ভুল হয়ে গিয়েছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক হরিপ্রসাদ সরকার বলেন, ‘‘যে সূচি প্রকাশিত হয়েছে সেটা চূড়ান্ত নয়। প্রাথমিক। পরীক্ষার্থীদের উদ্বেগের কোনও কারণ নেই। সরস্বতী পুজোর দিনে কোনও পরীক্ষা হবে না।’’ পরীক্ষা নিয়ামক বলেন, ‘‘শীঘ্রই পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশিত হবে।’’

Advertisement

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক মানছেন, ‘‘পরীক্ষার্থীদের অনেকে ওই সূচি নিয়ে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। কলেজের অধ্যক্ষেরাও বিষয়টি নজরে এনেছেন। সূচি বদলানোর অনুরোধ করেছেন। আমরা তাঁদের জানিয়েছি, এটা চূড়ান্ত সূচি নয়, শীঘ্রই চূড়ান্ত সূচি প্রকাশিত হবে।’’ সামনেই স্নাতকের সিবিসিএসের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি থেকে স্নাতকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। আগামী ২৯ জানুয়ারি পরীক্ষা শেষ হবে। পরীক্ষা সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি বিএ, বিএসসি, বি কমের (জেনারেল) পরীক্ষা রয়েছে। পরীক্ষা হওয়ার কথা ওই তিন বিভাগের ‘স্কিল এনহান্সমেন্ট কোর্সে’র (এসইসি)। ২৯ জানুয়ারি সরস্বতী পুজো। ছুটির দিন।

বিশ্ববিদ্যালয়ের এক সূত্রের দাবি, ভুলটি অনিচ্ছাকৃত। ওই সূত্র জানাচ্ছে, ইংরেজির নতুন বছরের গোড়ায় বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ প্রকাশিত হবে। ওই ক্যালেন্ডার দেখে পরীক্ষার চূড়ান্ত সূচি তৈরি করা হবে। সেই সূচি অনুযায়ীই ওই পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের স্বীকারোক্তি, ‘’২৯ জানুয়ারি যে সরস্বতী পুজো রয়েছে, যাঁরা ওই সূচি তৈরি করেছেন, তাঁদের সেটা খেয়াল ছিল না। থাকলে কখনওই ওই দিন পরীক্ষা রাখতেন না।’’ তাঁর কথায়, ‘‘ছাত্রছাত্রীদের অসুবিধায় ফেলে বিশ্ববিদ্যালয় কখনওই কোনও পদক্ষেপ করে না। করবেও না।’’ পাশাপাশি তাঁরও আশ্বাস, ‘‘শীঘ্রই ওই পরীক্ষার সূচি বদল হবে। ২৯ জানুয়ারি যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা অন্য কোনও দিন হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement