পশ্চিম মেদিনীপুরে বিদ্যু়ৎস্পৃষ্ট হয়ে মৃত দুই। প্রতীকী চিত্র।
আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এ বার পশ্চিম মেদিনীপুরে দু’টি পৃথক ঘটনায় মৃত্যু হল দুই গ্রামবাসীর। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্তও।
বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দাসপুরের ধরমপুর এলাকায়। বিদ্যুতের তারের উপর গাছের ডাল পড়ে পড়েছিল। সেই ডাল কাটতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন যুগল হাঁসদা (৫৭) নামে এক প্রৌঢ়। যুগলকে উদ্ধার করে দাসপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এমনটাই দাবি করেছেন যুগলের পরিবারের সদস্যরা।
অন্য ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার আমনপুর এলাকার চিঁয়াপাট গ্রামে। সেখানে গোপাল ঘোষ (৪৬) নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের দাবি, বুধবার পুকুরে নামছিলেন গোপাল। সেই সময় পুকুরপাড়ে থাকা বিদ্যুতের খুঁটি স্পর্শ করেন তিনি। তার জেরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।