বজ্রাঘাতে জোড়া মৃত্যু। প্রতীকী চিত্র।
গবাদি পশু চরাতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনির দুই এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল দু’জনের। নিহতদের মধ্যে রয়েছেন এক জন মহিলা এবং এক নাবালক। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
শুক্রবার প্রথম ঘটনাটি ঘটেছে শালবনি থানার বালিজুড়ির কলসিভাঙা এলাকায়। বৃষ্টির সময় মাঠে ছাগল আনতে গিয়েছিলেন আমিনা বিবি (৩৯) নামে এক মহিলা। সেই সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। পাশাপাশি ছাগলটিরও মৃত্যু হয়েছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে শালবনির কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বাহারকলাবেড়িয়া গ্রামে। খাঁদু হাঁসদা (১৪) নামে ওই এলাকার এক কিশোরের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। খাঁদু বৃষ্টির সময় মাঠে গরু চরাতে গিয়েছিল। সেই সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।