ট্রাকের ধাক্কায় মৃত ২

জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে চাকা বদলের কাজ চলছিল। ব্যস্ত ছিলেন বাসের চালক, কন্ডাক্টররা। হঠাৎ পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। জখম হয়েছে আরও ৩ জন। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডেবরা থানা এলাকার কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কের আষাড়ি মোড়ের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০১:১২
Share:

জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে চাকা বদলের কাজ চলছিল। ব্যস্ত ছিলেন বাসের চালক, কন্ডাক্টররা। হঠাৎ পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। জখম হয়েছে আরও ৩ জন।

Advertisement

শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডেবরা থানা এলাকার কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কের আষাড়ি মোড়ের কাছে। রাতে আষাড়ির কাছে কলকাতা-রাঁচি রুটের দু’টি বাস রাস্তায় দাঁড় করিয়ে চাকা বদলের কাজ চলছিল। রাস্তায় দাঁড়িয়ে সে কাজে সহযোগিতা করছিলেন দুই বাসের চালক, কন্ডাক্টর। সেই সময়েই পিছন থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম হন আরও ৩ জন। তবে মৃত দু’জনের সঠিক পরিচয় জানতে পারেনি পুলিশ। আর জখমরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁদের তাই টাটানগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পরে ডেবরা থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাঁচির ওই বাস মালিকের সঙ্গে। পরে রাতে ওই দুই বাসের যাত্রীদের অন্য বাসে রাঁচি রওনা করানো হয়। মৃত দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য রবিবার মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দশটা নাগাদ কলকাতা থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল বাস দু’টি। ডেবরার আষাড়ির কাছে রাত সাড়ে ১২টা নাগাদ একটি বাসের টায়ার ‘লিক’ হয়ে যায়। ফলে, বাস দাঁড় করিয়ে দেন চালক। অন্য বাসটি খড়্গপুরের দিকে কিছুটা এগিয়ে গিয়েছিল। পরে ফোন পেয়ে ওই বাসের চালকও বাস নিয়ে আষাড়ির কাছে চলে আসেন। এরপর চাকা বদলানোর সময়েই ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে ট্রাক নিয়ে চম্পট দেন চালক। ওই ট্রাকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement