digha

‘নব জোয়ারে’র ধাক্কায় ভাটা সৈকতের ভিড়ে

শনি আর রবিবার মানেই 'উইক এন্ডের' ছুটি। তারপর স্কুলে গরমের ছুটির মেয়াদ বেড়ে গিয়েছে আগামী ১৫ জুন পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ০৮:০৯
Share:

চণ্ডীপুরের কাছে ১১৬ বি জাতীয় সড়কে বৃহস্পতিবার এভাবেই দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিল পর্যটকদের গাড়ি। নিজস্ব চিত্র

'উইক এন্ডে' র ছুটিতেও নবজোয়ার কর্মসূচির ধাক্কা। দিঘা, মন্দারমণি বেড়াতে যাওয়ার পথে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে নাকাল হতে হল পর্যটকদের। শুক্রবার বিকেলের পাশাপাশি আগের দিন বৃহস্পতিবারেও মিছিলের ভিড়ে ১১৬ বি জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল। জাতীয় সড়কে যানজটের দুর্দশার ছবি দেখে অনেকেই হোটেলের বুকিং পিছিয়ে দেন। আবার কেউ কেউ দুপুরের আগেই পৌঁছে যান সৈকত শহরে। অনেকে সড়ক পথ এড়িয়ে ট্রেনেই পৌঁছেছেন দিঘায়।

Advertisement

শনি আর রবিবার মানেই 'উইক এন্ডের' ছুটি। তারপর স্কুলে গরমের ছুটির মেয়াদ বেড়ে গিয়েছে আগামী ১৫ জুন পর্যন্ত। তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। গরম থেকে বাঁচতে অনেকেই স্বস্তি পেতে পাড়ি দিচ্ছেন দিঘা এবং মন্দারমণির সমুদ্র সৈকতে। সপ্তাহ দুয়েক ধরে ব্যাপক ভিড়ও রয়েছে সৈকত শহরে। তবে, বুধবার থেকে সেই ভিড়ে কিছুটা তাল কাটতে শুরু করে। বৃহস্পতিবার বিকেলে গত কয়েক দিনের চেনা ভিড়ের ছবিটা অনেকটাই উধাও হয়ে যায়। সৌজন্যে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার হেঁটে মিছিল করেন অভিষেক। তখন ১১৬ বি জাতীয় সড়কে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘক্ষণ সারি সারি বাস এবং গাড়ি দাঁড়িয়ে পড়ে।

শুক্রবার সপরিবার দিঘায় বেড়াতে আসার কথা ছিল বেলঘরিয়ার বাসিন্দা শঙ্কর সিকদারের। তিনি বলছেন, "শুক্রবার থেকে মন্দারমণি বেড়াতে যাব বলে ঠিক করেছিলাম। হোটেলে রুম অগ্রিম বুকিং করেছি। কিন্তু গত দুদিন ধরে পূর্ব মেদিনীপুরের রাস্তায় যে যানজটের ছবি দেখেছি তাতে এদিনও দুর্ভোগে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। বাধ্য হয়ে একদিনের জন্য বুকিং পিছিয়েছি।’’

Advertisement

শুক্রবার সকালে সৈকত শহর প্রায় ফাঁকা ছিল। সি বিচের ধারে হাতেগোনা কয়েক জন পর্যটক ছিলেন। তবে বেলা বাড়ার পর পর্যটকের সংখ্যা কিছুটা বাড়ে। যার কারণ ট্রেনে অনেক পর্যটক আসেন। সেভাবেই এ দিন স্ত্রী এবং ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে দিঘা আসেন নদিয়ার রানাঘাটের বাসিন্দা বাপি পোদ্দার। তাঁর কথায়, ‘‘নব জোয়ার কর্মসূচির জন্য এখানে রাস্তায় প্রচুর যায়জট হচ্ছে বলে শুনেছিলান। তাই কোনও রিস্ক নিইনি। বাড়ি থেকে বেরিয়ে যাতে দুর্ভোগে পড়তে না হয় তার জন্য ট্রেনেই এসেছি।’’

ওল্ড দিঘার এক হোটেল মালিক গিরিশচন্দ্র রাউত বলছেন, "গরমের ছুটি বলে কথা। তাই রোজই লোক ভিড় করছেন। তবে গত দুদিন ধরে পর্যটকদের মুখে শুনেছি যানজটের কারণে তাঁদের আসতে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।’’ দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন,"১১৬ বি জাতীয় সড়কে বৃহস্পতিবার থেকে তীব্র যানজট। ফলে পর্যটকদের অসুবিধে তো হচ্ছেই। শনিবার থেকে আর দুর্ভোগ হবে না বলে মনে হচ্ছে।’’

আজ জেলায় দিলীপ

তমলুক: সাংগঠনিক বৈঠক করতে আজ, শনিবার জেলায় আসছেন বিজেপির সর্ব ভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান পান বাজারে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বিকেলে কোলাঘাট ব্লকের সিদ্ধা হাইস্কুলে সাংগঠনিক বৈঠক করবেন। শহিদ মাতঙ্গিনী ব্লকের চিয়াড়া গ্রামেও এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দিলীপের। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি বলেন, ‘‘শহিদ মাতঙ্গিনী ও কোলাঘাটে দলের ব্লকস্তরের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে শনিবার জেলায় আসছেন সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দলের রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement