TMC

দেবের বিরুদ্ধে পোস্টার বিতর্কে পথে তৃণমূল

বুধবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার তরফে ঘাটাল ব্লক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে প্রতিবাদ জানায় তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ০৮:৩২
Share:

দেবের নামে পোস্টােরের প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল। ঘাটাল শহরে। —নিজস্ব চিত্র।

ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবের পক্ষ নিয়ে বিজেপিকে আক্রমণ করতে পথে নামল তৃণমূল। বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে ঘাটালে আসার আগেই দেবের বিরুদ্ধে পোস্টার দিয়েছিল বিজেপি। সেই পোস্টারে সাংসদকে ‘গরু চোর’ বলে উল্লেখ করার পাশাপাশি তাঁকে ‘নিখোঁজ’ ঘোষণা করে কটাক্ষ করেছিল বিজেপি। সাংসদ জবাবে জানিয়েছিলেন, পোস্টার তৈরির খরচের টাকা গরিব মানুষের জন্য খরচ করতে পারত বিজেপি। এ বার সাংসদের পক্ষ নিয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করল শাসক দল।

Advertisement

বুধবার তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার তরফে ঘাটাল ব্লক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে প্রতিবাদ জানায় তৃণমূল। এর পাশাপাশি এ দিন ঘাটাল শহরে মিছিল করে দলের প্রিয় সাংসদের বিরুদ্ধে বিজেপির কুংসা প্রচারের প্রতিবাদ জানান দলীয় কর্মীরা। মিছিল শেষে প্রতিবাদ সভাও করেন তাঁরা। সাংবাদিক বৈঠকে ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইত বলেন, ‘‘দেব একজন বড় মাপের অভিনেতা। তাঁকে নিয়ে কোনও রকম ব্যঙ্গ বা বিদ্রুপ করা ঠিক নয়।’’

এ দিনের সাংবাদিক বৈঠকে আশিস ছাড়াও ছিলেন দলের দুই সহ সভাপতি শঙ্কর দোলই ও বিকাশ ভুঁইয়া, ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, জেলা সাধারণ সম্পাদক বিকাশ কর,শহর সভাপতি অরুণ মণ্ডল প্রমুখ। সাংবাদিক বৈঠকের পর বিকেলে ঘাটালে একটি মিছিল করে তৃণমূল। ঘাটাল ব্লক কার্যালয় থেকে শুরু হয় মিছিল। ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে মিছিল শেষ হয়। পরে প্রতিবাদ সভাও হয়। মিছিলে দলীয় কর্মীরা তাদের প্রিয় সাংসদের বিরুদ্ধে কুংসা প্রচারের তীব্র বিরোধিতা করেন।

Advertisement

পোস্টার প্রসঙ্গে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ‘‘ঘাটালের পাশে দেব সবসময় দাঁড়িয়েছে। তাঁর বিরুদ্ধে এই ধরণের কুংসা ঘাটালবাসী মেনে নেবে না।’’ তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, ‘‘দেবকে সমস্ত স্তরের মানুষ ভালবাসেন। তাই বিজেপির বিরুদ্ধে ঘৃণা জানাতে ঘাটালের মানুষ রাস্তায় নেমেছে।’’ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের প্রতিক্রিয়া, ‘‘তৃণমূল পোস্টারে ভয় পেয়ে রাস্তায় নেমেছে।’’

গত শনিবার পোস্টার পড়েছিল দেবের বিরুদ্ধে। রবিবার প্রায় ১১ মাস পরে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে নিজের সাংসদ এলাকায় গিয়েছিলেন দেব। নেহাতই ঘটনাচক্র। পরের দিন অর্থাৎ সোমবারই রাজভবনের সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে দেখা গিয়েছিল দেবকে। তার দু’দিন পরে দেবের পোস্টার বিরোধিতায় পথে নামল তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement