প্রতীকী ছবি।
এসেছিলেন শ্রমিক সংগঠনগুলির সঙ্গে মিছিল করতে। সেই মিছিল শেষের সভায় তৃণমূল নেত্রী দোলা সেন জানালেন, আগামী ছ’মাস শিঞ্চশহর হলদিয়ায় শাসকদলের শ্রমিক সংগঠনগুলির সভাপতি পদে থাকছেন তিনি।
বৃহস্পতিবার হলদিয়ায় শ্রমিকদের নিয়ে মিছিল এবং সভা করেছেন তৃণমূলের রাজ্য শ্রমিক নেত্রী দোলা। হলদিয়ার এক্সাইড মোড় থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মিছিলটি হয়। মিছিল শেষে হয় জনসভা। সেখানে দোলা বলেন, ‘‘আগামী ছ’মাস শিল্পাঞ্চলের সমস্ত শ্রমিক সংগঠনের সভাপতি থাকব আমি। ৩০ ডিসেম্বর আবার হলদিয়াতে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলবো। শ্রমিকদের বলেছি আগামী জানুয়ারির মধ্যে তাঁদের সমস্যার ৪০ শতাংশ অন্তত সুরাহা করার চেষ্টা করব।’’
উল্লেখ্য, এত দিন হলদিয়ায় একাধিক শিল্প সংস্থায় শ্রমিক সংগঠনের সভাপতি হিসাবে ছিলেন শুভেন্দু অধিকারী বা তাঁর ভাই তথা সাংসদ দিব্যেন্দু অধিকারী। কোথাও কোথাও সভাপতি পদে ছিলেন তাঁদের ঘনিষ্ঠেরা। তৃণমূলের একাংশের অভিযোগ, শিল্প সংস্থাগুলি কার্যত অধিকারীদের দখলে চলে যাচ্ছে। প্রতিটি শিল্প সংস্থার গেট থেকে তোলাবাজি করা হচ্ছে। তাই শুভেন্দু অনুগামীদের চিহ্নিত করে দল থেকে সরানোর দাবি তুলেছিলেন শিল্প শহরের তৃণমূলের একাংশ। সেই দাবি কার্যত মেনে এ দিন দোলার মন্তব্যে শিল্প শহরেও অধিকারীদের ক্ষমতা খর্ব করার বিষয়টিই প্রমাণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, হলদিয়া বিধানসভায় শ্রমিকদের ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সেই ভোটকে নিজেদের ব্যাঙ্কে ধরে রাখতে উদ্যোগী হয়েছে তৃণমূল।
এ দিন তৃণমূলের ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃণমূলের সভাপতি সুধাংশুশেখর মণ্ডল, সহ-সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, প্রাক্তন বিধায়ক তুষার মণ্ডল, পুর পরিষদ স্বপন নস্কর এবং আজিজুর রহমান প্রমুখ।