কার্যালয় পুনর্দখল তৃণমূলের

জাতীয় নাগরিক পঞ্জি ও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ মিছিলের পর দলীয় কার্যালয় পুনর্দখল করল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০০:৫৬
Share:

প্রতীকী ছবি

জাতীয় নাগরিক পঞ্জি ও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ মিছিলের পর দলীয় কার্যালয় পুনর্দখল করল তৃণমূল।

Advertisement

রবিবার নারায়ণগড় ব্লকের মকরামপুর পঞ্চায়েতের মুড়াকাটাতে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়টির ফের দখল নেয় শাসক দল। উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ, ব্লক তৃণমূলের সভাপতি মিহির চন্দ। তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকে এলাকায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছে বিজেপি। অভিযোগ, তৃণমূল কর্মীদের সামাজিক বয়কট করেছে গেরুয়া শিবির। তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কার্যালয়টিও বিজেপি দখল করে রেখেছিল।

এ দিন বুথ এলাকায় প্রতিবাদ মিছিল হয়। ওই মিছিল থে‌কে জাতীয় নাগরিক পঞ্জি ও নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করা হয়েছে। বিধায়ক বলেন, ‘‘বিজেপি অন্যায়ভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার, সামাজিক বয়কট করেছে। গণতান্ত্রিক উপায়ে তার মোকাবিলা করবে দল। কার্যালয়টি দীর্ঘদিন ধরে ওরা দখলে নিয়েছিল। এদিন তা ফেরানো হল।’’ যদিও বিজেপি কার্যালয় দখল, বয়কট ও অত্যাচারের কথা মানেনি। বিজেপি নেতৃত্ব চন্দন বসু বলেন, ‘‘কাউকে সামাজিক বয়কট করা হয়নি। প্রচারের আলোয় আসার জন্যই তৃণমূল এসব করছে। ওদের (তৃণমূল) দল নড়বড়ে হয়ে গিয়েছে। তাই এসব করতে হচ্ছে।’’

Advertisement

দাঁতন ১ ব্লকের আলিকষা পঞ্চায়েত এলাকার একটি দলীয় কার্যালয় পুনর্দখল করেছে তৃণমূল। অভিযোগ, মুকুন্দপুর বুথ কার্যালয়টি বিজেপি দখলে নিয়েছিল। এ দিন সেটিও ফেরানো হয়েছে। ব্লক তৃণমূলের সহ সভাপতি প্রতুল দাস বলেন, ‘‘বিজেপি দখল করে রেখেছিল। এদিন খোলা হয়।’’ অভিযোগ মানেনি বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement