অবরোধ-মিছিলে প্রতিবাদ

দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল। বুধবার দাঁতন, খড়্গপুর শহর, সবং, ডেবরা, খড়্গপুর গ্রামীণ-সহ বিভিন্ন এলাকায় মিছিল করে শাসকদল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০০:৪৪
Share:

মেদিনীপুরে তৃণমূলের মিছিল। — নিজস্ব চিত্র।

দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল। বুধবার দাঁতন, খড়্গপুর শহর, সবং, ডেবরা, খড়্গপুর গ্রামীণ-সহ বিভিন্ন এলাকায় মিছিল করে শাসকদল।

Advertisement

খড়্গপুরে ট্রাফিক মোড়ে এসডিও অফিসের সামনেও বিক্ষোভ দেখান তৃণমূলের শহর নেতারা। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রদীপ সরকার, দলের শহর সভাপতি দেবাশিস চৌধুরী, জেলা নেতা জহরলাল পাল প্রমুখ। সকাল থেকে টানা ৬ ঘণ্টা দাঁতনের ঘোলাইমোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল। অবরোধের নেতৃত্বে থাকা তৃণমূল ব্লক সভাপতি তথা বিধায়ক বিক্রম প্রধানের অভিযোগ, “সাধারণ মানুষের হয়রানির কথা ভেবে নোট বাতিলের পরে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তার প্রতিশোধ নিতে নরেন্দ্র মোদী আমাদের একের পর এক নেতা-সাংসদকে গ্রেফতার করছে। এর জন্য আমরা বাধ্য হয়ে অবরোধ করছি। সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”

সবংয়ের তেমাথানি মোড়ে যুব তৃণমূলের পক্ষ থেকে পথ অবরোধ হয়। সাড়ে ৪টা থেকে আধ ঘণ্টা চলে অবরোধ। ব্লকের ১৩টি অঞ্চলেও মিছিল হয়। ডেবরায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মেদিনীপুর শহরেও মিছিল করে তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement