The Sabarmati Report

‘অন্ধকারে সত্য চাপা থাকে না’, বিক্রান্তের ‘সবরমতী রিপোর্ট’ নিয়ে আর কী বললেন অমিত শাহ?

গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রশংসা এসেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। এ বার বিক্রান্ত মাসে অভিনীত ছবির ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২০:০১
Share:

বিক্রান্তের ‘দ্য সবরমতী রিপোর্ট’ নিয়ে অমিত শাহের প্রতিক্রিয়া। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’। গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রশংসা এসেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। এ বার বিক্রান্ত মাসে অভিনীত ছবির ভূয়সী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই ছবি সত্যতার সঙ্গে তৈরি হয়েছে। কোনও আপস না করে তথ্যের উপর নির্ভর করেই এই ছবির নির্মাণ।

Advertisement

অমিত শাহ এই ছবি নিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, “শত চেষ্টা করলেও সত্যকে কখনও অন্ধকারে চাপা দিয়ে রাখা যায় না। ‘দ্য সবরমতী রিপোর্ট’ একটা তৈরি হওয়া ধারণাকে ভেঙেছে সাহসের সঙ্গে। বহু সত্য প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির মাধ্যমে।”

এই পোস্ট দেখে তড়িঘড়ি প্রতিক্রিয়া জানান ছবির প্রযোজক একতা কপূর। তিনি লেখেন, “এত উৎসাহের জন্য অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ।”

Advertisement

এই ছবি নিয়ে মোদী লিখেছিলেন, “সত্যি খুব ভাল লাগছে যে অবশেষে সত্য প্রকাশ্যে আসছে। সাধারণ মানুষ যাতে সত্যিটা জানতে পারে, সেই ভাবেই ছবিটা তুলে ধরা হচ্ছে। ঘটনার ভুল ব্যাখ্যা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সীমিত থাকতে পারে। কিন্তু অবশেষে সত্য প্রকাশ্যে আসে।”

এই ছবিতে কাজ করার পরে প্রশ্ন ওঠে, বিক্রান্ত মাসে কি ক্রমশ পদ্ম শিবিরের দিকে ঝুঁকছেন? এক সময় বেশ কিছু ক্ষেত্রে বিজেপির বিরোধিতা করেছেন তিনি। এই প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “মানুষ বদলায়। দশ বছর আগে আমি যেমন ছিলাম, আজ আর তেমন নেই। আশা করছি আজ থেকে দশ বছর পরেও আমার মধ্যে পরিবর্তন আসবে। গত কয়েক বছরে বিভিন্ন বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে। কিন্তু আমি এখনও উদারপন্থী মানুষই আছি।” বিক্রান্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাশি খন্না ও ঋধি ডোগরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement