Man in Nabanna

ব্যবসায় মন্দা, ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী-ও, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে নবান্নে এসে আটক যুবক

নবান্নে ঢোকা ওই আগন্তুক জানিয়েছেন, তাঁর নাম শেখ সমিরুল। বয়স ৩৫ বছর। থাকেন হাওড়ার বাঁকড়া এলাকায়। তিন ব্যক্তিগত সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৯:৫৯
Share:

(বাঁ দিকে) নবান্ন। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী শেখ সমিরুল (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

নবান্ন সভাঘরের সামনে হঠাৎই হুলস্থুল। আগে থেকে না জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের নির্দিষ্ট কক্ষে ঢুকতে চাইলেন এক ব্যক্তি। বেশ কিছু ক্ষণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কবিতর্ক চলে তাঁর। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে আটক করে শিবপুর থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশের একটি সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় রাজ্য সচিবালয় বা প্রশাসনিক সদরে উপস্থিত হন ওই যুবক। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন সভাঘরের দিকে যেতে চান। যুবক জানান, মমতার সঙ্গে দেখা করবেনই। কিন্তু তার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেননি তিনি। এর পর ওই যুবককে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে নবান্নে ঢোকা ওই আগন্তুক জানিয়েছেন, তাঁর নাম শেখ সমিরুল। বয়স ৩৫ বছর। থাকেন হাওড়ার বাঁকড়া এলাকায়। তিন ব্যক্তিগত সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

পুলিশের একটি সূত্রের খবর, ওই যুবক জানিয়েছেন তিনি কাপড়ের ব্যবসায়ী। কিন্তু লকডাউনের সময় থেকে ব্যবসায় মন্দা শুরু হয়। তার পর আর লাভের মুখ দেখেননি। অন্য দিকে, সাংসারিক জীবনেও অশান্তি শুরু হয়। কিছু দিন আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এ সব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। মনে করা হচ্ছে, মানসিক অবসাদে ভুগছেন ওই যুবক। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হওয়ার সময়ে তাঁর সঙ্গে দেখা করতে চান সমিরুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement