ধর্মঘট রুখতে বৈঠক তৃণমূলে

আগামী ২সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সেই ধর্মঘট ব্যর্থ করতে তড়িঘড়ি বৈঠকে বসল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০০:০৯
Share:

আগামী ২সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সেই ধর্মঘট ব্যর্থ করতে তড়িঘড়ি বৈঠকে বসল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

Advertisement

সংগঠনের তরফে রবিবার মেদিনীপুরে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই আইএনটিটিইউসি নেতৃত্ব জানিয়ে দেন, ২ সেপ্টেম্বরের ধর্মঘটকে তাঁরা সমর্থন করছেন না। ওই দিন সব কিছু সচল রাখতে হবে।

এ দিনের সভায় মূল বক্তা ছিলেন সংগঠনের নেতা তথা বিধায়ক দীনেন রায়। তিনি বলেন, “কর্মনাশা বন্ধ বাংলায় হবে না!” দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্লক নেতৃত্বের কাছেও এলাকা সচল রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব। নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের অভাব-অভিযোগ থাকলে তা দেখা হবে। যেখানে জানানোর জানানো হবে। তবে ধর্মঘট করা চলবে না। ধর্মঘট হলে শ্রমিকদেরই সমস্যা হয়।

Advertisement

টিএমসিপি-র ডাক। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে বিরোধীশূন্য করার ডাক দিল টিএমসিপি। রবিবার বিশ্ববিদ্যালয়ের সামনে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হল। ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক স্বদেশ সরকার। ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ১৪৭টি আসনেই সংগঠন মনোনীত প্রার্থীকে জেতানোর ডাক দেন স্বদেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement