TMC

শুভেন্দুর আক্রমণের জবাব দিতে কেশপুরেই পাল্টা সভার প্রস্তুতি তৃণমূলের

বিজেপিকে আক্রমণের অস্ত্র হিসাবে কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী’ নীতি, কৃষি আইন ইত্যাদির মতো বিষয়গুলিকে সামনে রাখা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২১:২৫
Share:

মাঠ পরিদর্শনে কেশপুরের বিধায়ক শিউলি সাহা। নিজস্ব চিত্র

কেশপুরের মাটি থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল তৃণমূল। শুভেন্দু যে মাঠে বৃহস্পতিবার সভা করেন সেই ময়দানেই আগামী শুক্রবার নামছে জোড়াফুল শিবির। এ দিনই মাঠ পরিদর্শন করেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা।

Advertisement

বৃহস্পতিবার কেশপুরের আনন্দপুরে জনসভা করে তৃণমূলকে একহাত নিয়েছেন শুভেন্দু। নিশানা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই আক্রমণের জবাব দিতে শুক্রবারই ময়দানে নামছে তৃণমূল। ওই দিন পাল্টা সভার আয়োজন করেছে জোড়াফুল শিবির। তবে বিজেপিকে আক্রমণের অস্ত্র হিসাবে কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী’ নীতি, কৃষি আইন ইত্যাদির মতো বিষয়গুলিকে সামনে রাখা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। তিনি বলেন, ‘‘পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আনন্দপুরে সভা করা হবে শুক্রবার। তার প্রস্তুতি চলছে।’’

বৃহস্পতিবার শুভেন্দুর সভা শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যেই মাঠে পৌঁছে যান মঞ্চ তৈরির কর্মীরা। তাঁরা মঞ্চ বাঁধার কাজ শুরু করে দিয়েছেন। মাঠ পরিদর্শনে সেখানে যান কেশপুরের বিধায়ক-ও। জেলার নেতারা ছাড়াও শুক্রবারের সভায় হাজির থাকার কথা রয়েছে মদন মিত্রের। শিউলি অবশ্য বলছেন, ‘‘আগে থেকেই এই সভার ঘোষণা করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement