পিংলায় তৃণমূলের ব্লক সভাপতি বদল

তৃণমূলের পিংলা ব্লক সভাপতি হৃষিকেশ দিন্দাকে সরিয়ে দেওয়া হল। নতুন সভাপতি হয়েছেন শেখ সবরাতি। কয়েকমাস আগেই তাঁকে ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি করা হয়েছিল। এই রদবদলের পাশাপাশি ব্লকের ১০টি অঞ্চল কমিটিও ভেঙে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০১:১২
Share:

তৃণমূলের পিংলা ব্লক সভাপতি হৃষিকেশ দিন্দাকে সরিয়ে দেওয়া হল। নতুন সভাপতি হয়েছেন শেখ সবরাতি।

Advertisement

কয়েকমাস আগেই তাঁকে ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি করা হয়েছিল। এই রদবদলের পাশাপাশি ব্লকের ১০টি অঞ্চল কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার এ কথা জানান তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, “রাজ্য সভাপতির নির্দেশেই হৃষিকেশবাবুর পরিবর্তে শেখ সবরাতিকে সভাপতি করা হয়েছে। বয়সের কারণে হৃষিকেশবাবুকে অব্যাহতি দেওয়া হল। শীঘ্রই ব্লক ও অঞ্চল কমিটি তৈরি করা হবে।”

পদ হারিয়ে ক্ষুব্ধ হৃষিকেশবাবু। তিনি বলেন, “এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। আমাকে তো লিখিত জানাতে হবে।” দায়িত্ব পেয়ে নতুন সভাপতি বলেন, “সংগঠনকে আরও মজবুত করতে দলের নির্দেশেই কাজ করব।”

Advertisement

পিংলা ব্লকে দীর্ঘ দিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগও উঠেছে। বছরখানেক আগে ব্লক সভাপতির পদ থেকে গৌতম জানাকে সরিয়ে প্রবীণ নেতা হৃষিকেশবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে দলের জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে।

দলের এক জেলা নেতার কথায়, “রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী কাউকে বহিষ্কার করতে হলে জেলা কমিটির মাধ্যমে রাজ্যের অনুমতি নিয়ে এগোনোর কথা। কিন্তু হৃষিকেশবাবু সেই নিয়মের তোয়াক্কা না করে নিজের খুশি মতো নেতাদের বহিষ্কার করতেন।” ১০টি অঞ্চল কমিটির মধ্যে ২টির সভাপতি পরিবর্তনের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি হৃষিকেশবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement