West Bengal Panchayat Election 2023

প্রচারে দুই যুযুধানের আশ্রয় লক্ষ্মীর ভান্ডার

রাজ্য সরকারের প্রকল্পকে সামনে রেখে প্রচার চালাচ্ছে তৃণমূল। বিরোধী বিজেপির প্রচারেও লক্ষ্মীর ভান্ডার। রাজ্য সরকারের কোষাগারের হাঁড়ির হাল বোঝাতে প্রচারে তারা সামনে রাখছে ফুটো ভাঁড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ০৮:৫৯
Share:

(বাঁ দিকে) লক্ষ্মীর ভান্ডার প্রচারে তৃণমূলের দেওয়াল লিখন দাসপুরের খাটবাড়ুইয়ে। ভাঙা লক্ষ্মীর ভাঁড় নিয়ে বিজেপির প্রচার। —নিজস্ব চিত্র।

লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করেও ভোট প্রচারে তাকেই আশ্রয় করছে বিজেপি।

Advertisement

রাজ্য সরকারের এই প্রকল্পকে সামনে রেখে প্রচার চালাচ্ছে তৃণমূল। বিরোধী বিজেপির প্রচারেও লক্ষ্মীর ভান্ডার। রাজ্য সরকারের কোষাগারের হাঁড়ির হাল বোঝাতে প্রচারে তারা সামনে রাখছে ফুটো ভাঁড়। তবে লক্ষ্মীর ভান্ডারকে অস্বীকার করতে পারছে না গেরুয়া শিবির। বরং তারা প্রতিশ্রুতি দিচ্ছে আরও বেশি টাকার।

ঘাটালে গত বিধানসভা ভোটে ঘাটালের বারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কোথাও তিরিশ শতাংশ কোথাও আবার কুড়ি শতাংশ বুথে পিছিয়ে ছিল। এই দু’বছরে সাংগঠনিক ভাবে দুর্বল পঞ্চায়েত গুলিতে কিছুটা শক্তি বাড়িয়েছে তৃণমূল। তবে তারসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দলের গোষ্ঠী কোন্দল। এই পরিস্থিতিতে তৃণমূলকে ভোট দিলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিশ্চিত-প্রচার করে বাজিমাত করতে চাইছে তৃণমূল। বছর ঘুরলেই আবার লোকসভা ভোট। তার আগে পঞ্চায়েত ভোট ঘাটালে বিজেপির শক্তি পরীক্ষা। বিধানসভা ভোটের মত পঞ্চায়েত ভোটের পুরনো জন সমর্থন ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ, এমনই বক্তব্য গেরুয়া শিবিরের। মনোনয়ন ঘিরে কোনও অভিযোগ নেই বিজেপির। অন্যদিকে দু’বছরে ঘাটালের রাজনৈতিক পরিস্থিতির অনেকটা বদল হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারনা। সিপিএম আগের তুলনায় সংগঠন চাঙ্গা করেছে। মূলত ত্রিমুখী লড়াই হবে ঘাটালে।

Advertisement

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করলেও তৃণমূলের ঢঙেই সেই লক্ষ্মীর ভান্ডারই ভরসা বিজেপির। প্রকল্পটিকে সামনে রেখে প্রচার করছে বিজেপি। বুধবার ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙা এলাকায় প্রচার শুরু করে বিজেপি। সেখানে বিজেপির সংগঠন শক্তপোক্ত হলেও অন্তর্কলহে এলোমেলো পরিস্থিতি। বিজেপির গোঁজ প্রার্থী রয়েছে বালিডাঙায়। ফলে দলের ভোট দু’ভাগ হওয়ার সম্ভবনা রয়েছে। পরিস্থিতির সামাল দিতে দুর্নীতির বিষয় সরিয়ে রেখে লক্ষ্মীর ভান্ডারকেই প্রচারে এনেছে বিজেপি। এ দিন বালিডাঙায় মাটির ভাঁড় ফুটো করে রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে বলে প্রচার করছে তারা। তৃণমূলকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার অনিশ্চিত বলে প্রচারে ঝাঁঝ বাড়িয়ে পঞ্চায়েত ভোটে বিজেপিকে ভোট দিলে মাসে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে গেরুয়া শিবির।

প্রচারে লক্ষ্মীর ভান্ডার কেন? ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “ তৃণমূল গোটা ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রচার করে বেড়াচ্ছে। আমরাও তাই পাল্টা প্রচার করছি। তৃণমূল তো দেউলিয়া হয়ে গিয়েছে। মাটির ভাঁড় ফুটো করে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। বিজেপিকে ভোট দিলে মাসে তিন হাজার করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।” তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, “তৃণমূল কংগ্রেসকে নকল করা বিজেপির চরিত্র। তারসঙ্গে মিথ্যা প্রতিশ্রুতির বন্যা। বিজেপিকে ভোট দিয়ে কী ভুল করেছেন,তা বিজেপি বিধায়কের ভূমিকায় ঘাটালের মানুষ বুঝে গিয়েছেন। পঞ্চায়েত ভোটে প্রচারে বেরিয়ে বিজেপি টের পেয়ে গিয়েছে। এ বার তাই রাজ্য সরকারের জনমুখী প্রকল্পই নকলইভরসা বিজেপির।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement