Kuwait Fire Incident

অবশেষে বাড়ি ফিরছেন নিথর দ্বারিকেশ, শনিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছবে তাঁর মরদেহ

শুক্রবার বিকেলেই দ্বারিকেশের পরিবার প্রয়োজনীয় নথি নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যাতেই দ্বারিকেশের দেহ কলকাতায় আসার কথা থাকলেও শনিবার সকাল তা আসবে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ০১:৪২
Share:

দ্বারিকেশ পট্টনায়ক। —ফাইল চিত্র।

কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের (৫২) দেহ শনিবার সকালে এসে পৌঁছবে কলকাতা বিমান বন্দরে। রাজ্য সরকারের তরফে দমকলমন্ত্রী সুজিত বসু উপস্থিত থাকবেন বিমানবন্দরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দ্বারাকেশের দেহ কোচি বিমানবন্দরে চলে এসেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ আনা হবে। তার পর মেদিনীপুর শহরের শরৎপল্লি এবং পরে দাঁতনে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ।

Advertisement

শুক্রবার বিকেলেই দ্বারিকেশের পরিবার প্রয়োজনীয় নথি নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যাতেই দ্বারিকেশের দেহ কলকাতায় আসার কথা থাকলেও শনিবার সকাল তা আসবে বলে জানা গিয়েছে। মৃতের শ্যালক জানিয়েছেন, “আমরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছি। জামাইবাবুর দেহ শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পরে মেদিনীপুর নিয়ে যাওয়া হবে।" পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, “ওঁদের পরিবারের সাথে সমন্বয় রাখা হচ্ছে। মৃতদেহ মেদিনীপুরে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।”

দাঁতন-২ ব্লকের বিডিও জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়েছে এক অফিসারকে। তাঁরা মৃতের পরিজনদের সঙ্গে সমন্বয় রেখে চলেছেন। সকালে দেহ কলকাতায় পৌঁছনোর পর মেদিনীপুরে নিয়ে আসা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement