ব্যারিকেড ভেঙে মিছিল বিজেপির

এ দিন নিমতলা মোড় থেকে বড়বাজারগামী সড়ক ধরে মিছিল করলেন বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মী-সহ কয়েক হাজার সমর্থক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০৩:২৪
Share:

বাধা সরিয়ে এগনোর চেষ্টা।

জাতীয় নাগরিক পঞ্জি ও নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে বৃহস্পতিবার তমলুক শহরে জেলা বিজেপির মিছিল আটকাতে তৈরি ছিল পুলিশ। শহরের নিমতলা মোড়ে জমায়েতের পর মিছিল শুরু হয়। ঠিক ছিল জেলা প্রশাসনিক অফিসের সামনে দিয়ে মিছিল যাবে। সে জন্য ঘটনাস্থলের কয়েকশো মিটার আগেই পুলিশ ব্যারিকেড তৈরি করে। এছাড়াও নিমতলামোড় থেকে শহরের বড়বাজারগামী সড়কে ব্যারিকেড তৈরি করে পুলিশ।

Advertisement

কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙেই এ দিন নিমতলা মোড় থেকে বড়বাজারগামী সড়ক ধরে মিছিল করলেন বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মী-সহ কয়েক হাজার সমর্থক। শহরের রাস্তায় বিজেপির মিছিল নিয়ন্ত্রণ করতে হিমশিম হয় পুলিশ বাহিনী। তবে মিছিলকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, পুলিশের বাধা সত্ত্বেও দলের কর্মসূচি সফল হয়েছে। দলীয় ও পুলিশ সূত্রে খবর, নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার তমলুক শহরে মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটি। বিভিন্ন ব্লক থেকে আসা কর্মী-সমর্থকদের শহরের নিমতলা মোড়ে জমায়েত হওয়ার কথা জানানো হয়। মিছিলের জন্য পুলিশের কাছে বুধবার অনুমতি চাওয়া হয়। যদিও পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপরও বিজেপির তরফে কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু হয়।

এদিন মিছিল আটকাতে নিমতলা মোড়ের কয়েকশো মিটার দূরে হলদিয়া– মেচেদা রাজ্য সড়ক ও শহরের বড়বাজারগামী সড়কে পুলিশ ব্যারিকেড তৈরি করে। র‍্যাফ, বিশাল পুলিশ বাহিনী, জল কামান মোতায়েন রাখা হয়েছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ মিছিল বড়বাজারগামী সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় তমলুকের এসডিপিও, সিআই-এর নেতৃত্বে পুলিশ বাহিনী বাধা দেয়। কিন্তু ব্যারিকেড ভেঙেই মিছিল বড়বাজারের দিকে এগনোর সময় সিআই এবং দুই সিভিক ভলান্টিয়ার জখম হন বলে পুলিশ সূত্রে খবর। এরপর প্রায় বিনা বাধায় বিজেপির মিছিল বর্গভীমা মন্দির, পুরসভার অফিস, মালিজঙ্গলপাড়া ও টাউন স্কুলপাড়া পরিক্রমা করে শঙ্করআড়া হয়ে দুপুর একটা নাগাদ হাসপাতাল মোড়ে শেষহয়।

Advertisement

বিজেপির জেলা (তমলুক) সভাপতি নবারুণ নায়েকের দাবি, ‘‘আমাদের কর্মসূচি বানচাল করতে পুলিশ শুরুতেই মিছিল আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের বাধা ভেঙে বিপুলসংখ্যক মানুষ মিছিলে হেঁটে কর্মসূচি সফল করেছেন।’’

তমলুকের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘মিছিলের কোনও অনুমতি ছিল না বিজেপির। গতকাল রাতে বিজেপি নেতৃত্ব মিছিলের যে রুট জানিয়েছিল তা অমান্য করেই এদিন মিছিল করে। মিছিল আটকানোর সময় বিজেপি কর্মীদের ধাক্কায় সিআই ও দুই সিভিক ভলান্টিয়ার আহত হন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement