Suvendu Adhikari

বিজেপিতে পদ জুটবে কি! ধন্দে অনুগামীরা

বিজেপি সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে শনিবার তৃণমূলের যে সব জেলা ও ব্লক নেতৃত্ব বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের অনেকেই বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

Advertisement

আনন্দ মণ্ডল

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ০১:১৩
Share:

প্রতীকী ছবি।

বিজেপিতে শুভেন্দুর যোগদানের আগে বিভিন্ন অরাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাওয়ার মাঝেই তাঁর অনুগামী নেতা-কর্মীরা ‘দাদার অনুগামী’ পরিচয়ে হাজির থাকতেন সেই সব কর্মসূচিতে। শনিবার মেদিনীপুরের জনসভায় শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের কয়েক জন জেলা ও ব্লকের পদাধিকারী সহ বেশ কিছু কর্মী-সমর্থক। ‘দাদার অনুগামী’ পরিচয়েই জনসভায় গিয়েছিলেন তৃণমূলের ওই নেতা-কর্মী-সমর্থকরা।

Advertisement

জনসভার মঞ্চেই শুভেন্দু-ঘনিষ্ঠ উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন। আর এক শুভেন্দু অনুগামী সদ্য বহিষ্কৃত তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক কণিষ্ক পন্ডা, সুকুমার দাস, ধীরেন পাত্র এবং সদ্য অপসারিত নন্দীগ্রাম- ১ ব্লক সভাপতি মেঘনাদ পাল ও নন্দকুমার ব্লক সভাপতি সুকুমার বেরা সহ ব্লক ও অঞ্চল তৃণমূল নেতাদের একাংশ জনসভায় হাজির ছিলেন কর্মী-সমর্থকদের নিয়ে। শুভেন্দু অনুগামী তৃণমূলের এই সব নেতা বিজেপিতে যোগ দিলেও নতুন দলে তাঁরা কোনও পদ পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিজেপি ও স্থানীয় সূত্রের খবর, বিজেপিতে সাংগঠনিক ভাবে জেলা, মণ্ডল, শক্তিকেন্দ্র ও বুথ কমিটি রয়েছে। এই সব কমিটির পদাধিকারী নিয়োগের যে ব্যবস্থা চালু রয়েছে তাঁর বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক মাস আগেই নির্বাচন হয়েছে। ফলে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের যে সব জেলা, ব্লক ও অঞ্চল স্তরের নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের দলীয় কোন স্তরের কোন পদে নিয়োগ করা হবে তা দলই ঠিক করবে। তবে তৃণমূল ছেড়ে যে সব নেতৃত্ব বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের সাংগঠনিক বিভিন্ন কাজ করার সুযোগ দেওয়া হবে।

Advertisement

বিজেপি সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে শনিবার তৃণমূলের যে সব জেলা ও ব্লক নেতৃত্ব বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের অনেকেই বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তৃণমূলের জেলা সম্পাদক পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুকুমার দাস বলেন, ‘‘শনিবার বিজেপিতে যোগ দেওয়ার পর দলের জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি। জেলা নেতৃত্বও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আপাতত দলের কাজে যুক্ত হতে চাই।’’ মেদিনীপুরে বিজেপির সভায় উপস্থিত থাকা নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে অপসারিত মেঘনাদ পাল বলেন, ‘‘মেদিনীপুরে বিজেপির সভায় গিয়েছিলাম ঠিকই। তবে নন্দীগ্রামে সভা করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পরই দলের কাজ শুরু করব। বিজেপির জেলা নেতৃত্বর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। বিজেপিতে সাংগঠনিক কাজে আমাদের কী ভাবে যুক্ত করা হবে সে বিষয়ে দলের শীর্ষ স্তরের নেতারা সিদ্ধান্ত নেবেন।’’

বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর অনুগামী নেতাদের সাংগঠনিক পদে নিয়োগ নিয়ে দলের সাংগঠনিক জেলা (তমলুক) সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘সাংগঠনিক পদে নিয়োগ ও নির্বাচনের ক্ষেত্রে আমাদের দলের নির্দিষ্ট নিয়ম রয়েছে। যাঁরা দলে নতুন করে যুক্ত হয়েছেন সাংগঠনিক কাজের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতি মেনেই তাঁরা পদাধিকারী হবেন।’’ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতারা কোন স্তরে কোন পদে ছিলেন তার তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পরে ওই সব নেতাদের সাংগঠনিক কাজে যুক্ত করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement