আনিসুরের বাড়ির সামনেই তৃণমূলের মিছিল। শনিবার পাঁশকুড়ায়।
দুর্গাপুজোয় নবমীর রাতে নিজের অফিসে খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শা। প্রথম থেকেই ওই হত্যাকাণ্ডে সিআইডি তদন্তের দাবি করেছিলেন নিহতের পরিবার। ঘটনার মূল অভিযুক্ত বিজেপি নেতা আনিসুর রহমানও একটি ভিডিয়ো বার্তায় সিবিআই তদন্তের দাবি করেছেন। কিন্তু জেলার অন্যতম দাপুটে নেতা তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানালেন, তিনি ভরসা রাখছেন রাজ্য পুলিশেই। পুলিশ চাইলেই ‘ফেরার’ অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।
শনিবার পাঁশকুড়ায় ব্লক তৃণমূলের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দিতে আসেন শুভেন্দু। সেখানেই তিনি বলেন, ‘‘আমি বলব পুলিশের উপরে আস্থা রাখতে। পুলিশ চেষ্টা করছে। ভারতের যেখানেই থাকুক, পুলিশ চাইলেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।’’ পাশাপাশি, শুভেন্দু নাম না করে ওই ঘটনায় আনিসুরের জড়িত থাকার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘‘এই খুনের পরিকল্পনা যার, তাকে ধরতে পারলেই খুন কাকে দিয়ে করিয়েছে, মোটর বাইক চড়ে কারা গিয়েছিল, বন্দুক গুলি কথা থেকে এল, সুপারি কিলারদের টাকা কে দিল এই সব তথ্য পাওয়া সম্ভব হবে। কান টানলেই মাথা আসবে।’’
উল্লেখ্য, তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কুরবান-হত্যার পিছনে মূলচক্রী আনিসুর। কুরবানের পরিবার আনিসুর-সহ চারজনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় এফআইআর দায়ের করেছে। ঘটনায় শেখ খালেক আহমেদ নামে আনিসুরের এক ঘনিষ্ঠ ইতিমদ্যেই গ্রেফতার হয়েছে। আনিসুর এলাকা ছাড়া। তবে শুক্রবারই আনিসুরের একটি হোয়াটাসআপ বার্তা সামনে এসেছে। তাতে তাঁর দাবি, তিনি নির্দোষ। তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই খুন হয়েছেন কুরবান। এ ব্যাপারে আনিসুর নিজেই সিবিআই তদন্তের দাবি করেছেন ওই ভিডিয়োয়।
শুভেন্দুর উপরে আস্থা রয়েছে বলে এ দিন জানিয়েছেন কুরবানের দাদা আফজল শা। তিনি বলেন, ‘‘শুভেন্দুদার উপরে আমাদের পুরো আস্থা রয়েছে। পুলিশও গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তদন্ত যেই করুক, আমার দাবি, ভাইয়ের খুনিরা যেন ধরা পড়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়।’’
কুরবানের খুনের প্রতিবাদে এ দিন পাঁশকুড়ার পিডব্লিউডি মাঠ থেকে বিকেল ৪টা নাগাদ মিছিলটি শুরু হয়। শুভেন্দু ছাড়াও মিছিলে ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক ফিরোজা বিবি, পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র প্রমুখ। মিছিলে পা মেলান কুরবানের দাদা আফজল-ও। মিছিলটি অভিযুক্ত আনিসুরের বাড়ির সামনে দিয়ে গিয়ে পাঁশকুড়া স্টেশনের সামনে শেষ হয়। আনিসুরের পাঁশকুড়ার বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলে-মেয়ে থাকতেন। গত তিনদিন ধরে ৬ নম্বর ওয়ার্ডে থাকা আনিসুরের ওই বাড়িটি রয়েছে তালা বন্ধ।
এ দিন হলদিয়াতেও একটি ধিক্কার মিছিল হয়েছে। তাতে ছিলেন তৃণমূল নেতা পার্থ বটব্যাল, জেলা পরিষদ সদস্য আনন্দময় অধিকারী, ব্লক তৃণমূল নেতা অমিয় দাস প্রমুখ।