আজ পাল্টা মিছিল শুভেন্দুর, জোর প্রস্তুতি 

আজ, সোমবার নিজের শহর কাঁথিতে নাগরিকত্ব আইন চালুর প্রতিবাদে মিছিল করবেন পরিবহণ মন্ত্রী। ওই মিছিল সফল করার জন্য কোমর বেঁধে নেমেছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০২:১০
Share:

শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

শুভেন্দু বনাম দিলীপ। রাজ্য এবং কেন্দ্রের শাসকদলের দুই ‘সেনাপতি’র লড়াইয়ে জমে উঠছে ‘অধিকারী গড়’ কাঁথি। নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা কর্মসূচি করবেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

আজ, সোমবার নিজের শহর কাঁথিতে নাগরিকত্ব আইন চালুর প্রতিবাদে মিছিল করবেন পরিবহণ মন্ত্রী। ওই মিছিল সফল করার জন্য কোমর বেঁধে নেমেছেন তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে কাঁথি মহকুমার বিভিন্ন অঞ্চলের দলীয় নেতৃত্বর সঙ্গে এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে বলে জেলা তৃণমূলের তরফে। রবিবার গোটা কাঁথি শহর জুড়ে তৃণমূলের দলীয় পতাকা টাঙানো হয়। আজ, সোমবার দুপুর ২ টার সময় ওই মিছিলে অংশ নেওয়ার কথা শুভেন্দুর।

গত ২৭ ডিসেম্বর কাঁথি শহরে সংশোধিত নাগরিকত্ব আইন চালুর সমর্থনে মিছিল করেছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই মিছিলে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল যথেষ্ট। তারপর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস কর্মসূচি পালন করতে গিয়ে পাল্টা নতুন নাগরিকত্ব আইন চালুর প্রতিবাদে মিছিলের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement

বিজেপি রাজ্য সভাপতি পাল্টা কর্মসূচি প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে সব রাজনৈতিক দল নিজেদের মত প্রকাশ করতে পারে। তবে নাগরিকত্ব আইন চালু করার জন্য বিজেপির পাশে সাধারণ মানুষ রয়েছে।’’ শুভেন্দুর মিছিল প্রসঙ্গে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, ‘‘নাগরিকত্ব আইন চালুর জন্য এমনিতেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সকলের। তাই শুভেন্দু অধিকারীর ডাকা মিছিলে রেকর্ড সংখ্যক লোক উপস্থিত হবেন বলে আমরা আশাবাদী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement