সভাতে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র
ফল ঘোষণার আগেই জয়ের ব্যাপারে প্রত্যয়ী ঘোষণা করে দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর দাবি, সবং বিধানসভা উপ-নির্বাচনের ফলফলে ছক্কা মারবে শাসকদল।
রবিবার উপ-নির্বাচনের ভোট গণনার আগে শনিবার বিকেলে মেচেদার কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে তৃণমূলের সংখ্যালঘু সেল আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি-র সমালোচনাও করেন মন্ত্রী। শুভেন্দু বলেন, “সিপিএম-এর লোকেরা লাল জামা ছেড়ে গেরুয়া পরেছে। তবে কোনও ভোটেই ওরা জিততে পারবে না।” সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর আনিসুর রহমানের নাম উল্লেখ না করে শুভেন্দুর কটাক্ষ, “আমরা এক জনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তাঁকে বিজেপি নিয়েছে।”
শুভেন্দু আরও বলেন, “রাজ্যের সংখ্যালঘুদের বঞ্চিত করেছিল বামফ্রন্ট সরকার। সাচার কমিটির রিপোর্টে তা প্রকাশিত হয়েছে। বর্তমান রাজ্য সরকারের সময়ে সংখ্যালঘুদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের উন্নয়নের তফসিলি জাতি, উপজাতিদের উন্নয়নে প্রচুর কাজ করা হয়েছে।” বিজেপি প্রসঙ্গে শুভেন্দুর আরও বক্তব্য, “বিজেপি সরকার কালো টাকা উদ্ধারের কথা বলে নোট বাতিল করেছিল। কিন্তু কোনও কালো টাকাই উদ্ধার হয়নি। তার বদলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। ঠিক একই ভাবে জিএসটি চালুর ফলে দেশের অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ কাজ হারিয়েছেন।” মন্ত্রীর কথায়, “মমতা বন্দ্যোপাধায়ের নেতৃত্বে যে ভাবে উন্নয়ন হচ্ছে, বিজেপি চালিত কোনও রাজ্য সরকার তা পারেনি। তৃণমূলের প্রতি মানুষের বিপুল সমর্থন রয়েছে। আমরা তাই বিজেপি-কে উন্নয়নের প্রতিযোগিতায় করতে বলি।”