Suvendu Adhikari

Suvendu Adhikari: পুলিশ আর দুধেল গাইদের ভয় পাই না, বাঁকুড়া থেকে ফের তোপ শুভেন্দুর

তৃণমূলের উদাহরণ তুলে তিনি বললেন, ‘‘কোভিড বিধি ভেঙে তৃণমূল পেট্রল-ডিজেল নিয়ে প্রতিবাদ করেছে, এমন হাজারটা ভিডিয়ো দেখিয়ে দিতে পারব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২১:২৯
Share:

নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুরের পর বাঁকুড়া। ফের পুলিশকে হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘‘দলদাস পুলিশ কিছুই করতে পারবে না। পুলিশের কাজ মামলা করা, ওরা করেছে। আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। মামলা করে আমাদের কিছু করা যাবে না।’’

Advertisement

সোমবার তমলুকে পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। হুমকি দিয়েছিলেন, তৃণমূলের কথা শুনলে তাঁকে কাশ্মীরে বদল করা হবে। সেই বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে পুলিশ। সোমবাবের পর মঙ্গলবার বাঁকুড়ার কেরানি বাঁধ মোড়ে দলে স্থানীয় নেতৃত্বের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দিয়ে শুভেন্দু সেই মামলার প্রেক্ষিতে ফের পুলিশ প্রশাসনকেই আক্রমণ করলেন।

তিনি বললেন, ‘‘কোভিড বিধি ভেঙে তৃণমূল পেট্রল-ডিজেল নিয়ে প্রতিবাদ করেছে, এমন আমি এক হাজারটা ভিডিয়ো ক্লিপ দেখিয়ে দিতে পারব। সে বেলায় কিছু না। দলদাস পুলিশ এ সব করে কিছু করতে পারবে না। আমরা ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছি । তাই এসব মিথ্যা মামলা, পুলিশের ভয় বা দুধেল গাইদের ভয় আমি অন্তত পাই না।’’

Advertisement

পাশাপাশি, জাতীয় রাজনীতিতে তৃণমূলের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। ২১ জুলাইয়ের সভার সরাসরি সম্প্রচার হবে দেশ জুড়ে। উত্তরপ্রদেশেও পৌঁছে গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান, এ সবের উত্তরে বলেন, ‘‘উত্তরপ্রদেশে আবার তৃণমূল কোথায়। অসমে আর ত্রিপুরায় লড়েছিল, দেখেছেন তো কী হাল হয়েছে। উত্তরপ্রদেশে তৃণমূলের আবার কী হবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement