sushanta ghosh

গড়বেতায় ফিরছেন সুশান্ত ঘোষ, চন্দ্রকোনা রোডের অফিস সাজছে নতুন রঙে

সর্বোচ্চ আদালতের রায়ের পর সুশান্ত জেলায় ফিরছেন খবর পেয়ে গড়বেতা এলাকায় দলীয় পতাকা লাগাতে শুরু করেছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৫:৪৮
Share:

সর্বোচ্চ আদালতের রায়ের পর সুশান্ত জেলায় ফিরছেন খবর পেয়ে গড়বেতা এলাকায় দলীয় পতাকা লাগাতে শুরু করেছে সিপিএম। নিজস্ব চিত্র

ফিরছেন সুশান্ত ঘোষ। তাই ২০০৫ সালের পর চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে রঙ করা হচ্ছে। দলীয় পতাকায় সেজে উঠেছে চন্দ্রকোনা রোড, গড়বেতা এলাকা। ২০১১ সালের পর রবিবার নিজের এলাকায় ফিরছেন প্রাক্তন মন্ত্রী। রাত পোহালেই জেলায় আসবেন তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলের কর্মীরা।

Advertisement

নিষেধাজ্ঞা কেটেছে। তাতে স্বস্তি ফিরেছে। বাধা কাটিয়ে বিধানসভা নির্বাচনের আগেই নিজের এলাকায় আসছেন সিপিএমের এই দাপুটে নেতা। আগামী ৬ ডিসেম্বর তিনি চন্দ্রকোনা রোডে আসবেন। সুশান্তের কথায়, "অনেকদিন পর বিধানসভা এলাকায় যাবো। সেদিনই বলবো যা বলার।"

সর্বোচ্চ আদালতের রায়ের পর সুশান্ত জেলায় ফিরছেন খবর পেয়ে গড়বেতা এলাকায় দলীয় পতাকা লাগাতে শুরু করেছে সিপিএম। তবে এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলে গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী বলেন, ‘‘সুশান্তকে নিয়ে আমাদের কোন চিন্তার কিছু নেই। ওঁর সম্বন্ধে এলাকার মানুষ জানেন।’’ তাই একদিকে যখন সিপিএমের পতাকা লাগানো হচ্ছে তেমন তৃণমূল ও তাদের পতাকা লাগাচ্ছে। তৃণমূল মনে করছে আদালতের নির্দেশে সুশান্ত এলাকায় এলেও তার কোনও প্রভাব পড়বে না।

Advertisement

২০১১ তে ‘বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড’-এ নাম জড়ায় সুশান্ত ঘোষের। আর ওই মামলাতেই দীর্ঘদিন হাজতবাস করেছেন তিনি। গড়বেতা বিধানসভার ছ’বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সম্প্রতি ওই মামলা থেকে জামিন পান। কিন্তু এতদিন নিজের বিধানসভা কেন্দ্রে যাওয়ার অনুমতি ছিল না তাঁর। সিপিএম নেতা চঞ্চল মন্ডল বলেন, ‘‘২০০৫ সালে দলের সম্মেলনের সময় পার্টি অফিস রঙ করা হয়েছিল। তাই আবার করা হচ্ছে। দলের কর্মীরা উচ্ছ্বসিত।’’

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক খুনের মামলায় মুকুল রায়কে চার্জশিট সিআইডি-র

এলাকার বিজেপি নেতা রাজিব কুন্ডু বলেন, ‘‘পুলিশকে বলবো তার গতিবিধির উপর নজর রাখতে। উনি কী করেছিলেন সেই সময়, তা সকলেই জানেন।’’

আরও পড়ুন: ৩ মাসের সন্তান রেখে ‘মরণঝাঁপ’ তরুণী গৃহবধূর, কসবায় চাঞ্চল্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement