মেদিনীপুর শহরে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নিজস্ব চিত্র।
নাম না করেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মেদিনীপুর শহরের মিরবাজার এলাকায় সিপিএমের একটি বৈঠকে যোগ দিতে এসেছিলেন সূর্যকান্ত। সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ডাক প্রসঙ্গে বলেন, ‘‘যত বার খুশি ডাকুন। অনেকে বিজেপি-তে চলে গিয়েছেন বলে তাঁদের ডাকা হচ্ছে না। তাঁদের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাত বছর ধরে তদন্ত চলছে। সিবিআই বা ইডি হোক, টাকা তো উদ্ধার করতে পারেনি। আর ক’দিন? যাঁরা জড়িত, তা তিনি মুখ্যমন্ত্রী হন বা বিরোধী দলনেতা, সবাইকেই ডাকা উচিত।’’
সামনেই ভবানীপুরে উপনির্বাচন। এ প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, ‘‘নির্বাচনে কার সঙ্গে বোঝাপড়া হবে বা হবে না, তা নির্দিষ্ট সময়ে ঠিক হয়। আবার যখন নির্বাচনের সময় আসবে, তখন ঠিক হবে।’’ তা হলে কি জোট ভেঙে গেল? তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি সূর্যকান্ত। ত্রিপুরার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন সূর্যকান্ত। আগামী কয়েক দিনের মধ্যেই ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে অভিষেকের। ‘বিজেপি-র সন্ত্রাস’-এর বিরুদ্ধে সেখানে মিছিল করবে তৃণমূল। সূর্যকান্ত বলেন, ‘‘আমি তো ওদের দলের মুখপাত্র নই। আমি আমাদের দলের কথা বলতে পারব। কে যাবেন, কে যাবেন না, সেটা আমরা কী জানি!’’