Gangasagar Mela

হলদিয়া থেকে হেলিকপ্টারে নজরদারি গঙ্গাসাগরে

কলকাতা থেকে যে হেলিকপ্টার যাত্রীদের নিরাপত্তায় রাখা হত, সেটি এ বার রাখা হবে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ ০১:২৩
Share:

গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীদের নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে সেজন্য উদ্যোগী ভারতীয় উপকূল রক্ষীবাহিনী। প্রতি বছর এই মেলায় দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্বে থাকে স্থানীয় জেলা প্রশাসন এবং উপকূলরক্ষী বাহিনী। পূণ্যার্থীদের নিরাপত্তায় হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর সদর দফতর থেকে হেলিকপ্টারে নজরদারি চালানো হবে গঙ্গাসাগরে।

Advertisement

কলকাতা থেকে যে হেলিকপ্টার যাত্রীদের নিরাপত্তায় রাখা হত, সেটি এ বার রাখা হবে হলদিয়ার হেলিপ্যাড ময়দানে। উপকূল রক্ষী বাহিনী সূত্রে খবর, কোনও দুর্ঘটনা ঘটলে কলকাতা থেকে ওই হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে যে সময় লাগার কথা তার চেয়ে প্রায় আধ ঘণ্টা কম সময় লাগবে হলদিয়া থেকে ওই হেলিকপ্টার পৌঁছতে। সেই কারণেই এ বছর হলদিয়ার হেলিপ্যাডে ময়দানে একটি হেলিকপ্টার রাখার পরিকল্পনা হয়েছে। গঙ্গাসাগরে কোনও দুর্ঘটনা ঘটলে যাতে তাড়াতাড়ি ওই হেলিকপ্টারটি সেখানে পৌছতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত। মোট ৪ দিন হেলিকপ্টারটি থাকবে হলদিয়ায়। দিনে তিন থেকে চারবার হলদিয়া থেকে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দিয়ে নজরদারি চালাবে ওই হেলিকপ্টার।

উপকূল রক্ষী বাহিনীর ডিআইজি সত্যরঞ্জন দাস বলেন, ‘‘নিরাপত্তার বিষয়ে আমরা বরাবরই সচেতন। অন্য বারের মতো এ বারও গঙ্গাসাগরের যাত্রীদের নিরাপত্তা রক্ষার জন্য হোভারক্রাফট্ রাখা থাকবে। কোনও সমস্যা যাতে তৈরি না হয়, সে জন্য উপকূল রক্ষী বাহিনী সর্বদাই তৎপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement