মণ্ডপে ‘সার্জিক্যাল স্ট্রাইক’

এখানের প্রতিমা তৈরিতেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। লোহার বিভিন্ন যন্ত্রাংশ নাট-বোল্ট, তারের জাল ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে যশোড়া কালীবাজারের প্রতিমা। দর্শকদের ভিড় সামাল দিতে শনিবারই উদ্বোধন হয়েছে পুজোর। উদ্বোধন করেন বেলুড় মঠের স্বামী সুপর্ণানন্দ মহারাজ। ছিলেন কারিগরি শিক্ষামন্ত্রী সৌমেন মহাপাত্র। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০০:১৯
Share:

n যশোড়া কালীবাজারের পুজো মণ্ডপ। নিজস্ব চিত্র

দুর্গাপুজোয় কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও জমে ওঠে থিমের লড়াই। কালীপুজোতেও পিছিয়ে নেই জেলা। এখানেও থিমের ছড়াছড়ি। পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েত এলাকার যশোড়া কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কালীপুজোর এবারের থিম ‘সার্জিক্যাল স্ট্রাইক’। অভিনবত্ব রয়েছে প্রতিমাতেও। যা দেখতে শনিবার থেকেই উপচে পড়েছে ভিড়।

Advertisement

পূর্ব মেদিনীপুরের উত্তরের একেবারে শেষ সীমায় দূর্বাচটি নদীর প্রান্তে রয়েছে যশোড়া কালীবাজার। ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রত্যেক বছর এখানে কালীপুজোর আয়োজন করা হয়। প্রতি বছরই নতুন নতুন থিমের ভাবনা ফুটে ওঠে মণ্ডপে। এবার পুজো ৫২ বছরে পা দিয়েছে। মণ্ডপের থিম ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক এবং বায়ুসেনা অভিনন্দন বর্তমানের ভারতে প্রত্যাবর্তন। মণ্ডপের একদিকে তৈরি করা হয়েছে পাক ঘাঁটি। অন্যদিকে রয়েছে ভারতীয় জওয়ানদের সেনা শিবির। মণ্ডপের বা’দিকে উপরে দেখানো হয়েছে পাক সেনাদের হাত থেকে মুক্তি পেয়ে ভারতের মাটিতে ফ্লাইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তন।

এখানের প্রতিমা তৈরিতেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। লোহার বিভিন্ন যন্ত্রাংশ নাট-বোল্ট, তারের জাল ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে যশোড়া কালীবাজারের প্রতিমা। দর্শকদের ভিড় সামাল দিতে শনিবারই উদ্বোধন হয়েছে পুজোর। উদ্বোধন করেন বেলুড় মঠের স্বামী সুপর্ণানন্দ মহারাজ। ছিলেন কারিগরি শিক্ষামন্ত্রী সৌমেন মহাপাত্র।

Advertisement

পুজো কমিটি সূত্রের খবর, আগামী ১ নভেম্বর পর্যন্ত প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিচিত্রা অনুষ্ঠান। রবিবার রয়েছে নর নারায়ণ সেবা। পুজো কমিটির সম্পাদক ফণীভূষণ মণ্ডল বলেন, ‘‘এবারের বাজেট ২৪ লক্ষ টাকা। এখানকার ব্যবসায়ী কল্যাণ সমিতিই এই পুজোর আয়োজক। আমরা প্রত্যেক বছর নতুন নতুন ভাবনা পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করি। দেশের জওয়ানদের প্রতি সম্মান জানাতে এবার আমাদের এই ভাবনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement