এইচডিএ-তে ফের শুভেন্দু

নন্দীগ্রাম বিধানসভা থেকে জিতে রাজ্যের পরিবহণ মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তমলুকের সাংসদ পদে তিনি ইস্তফা দিয়েছে। তবে হলদিয়া উন্নয়ন পর্ষদের (এইচডিএ) চেয়ারম্যান থাকছেন শুভেন্দু অধিকারীই। শনিবার তমলুক পুরসভার উদ্যোগে শহরের মহেন্দ্র স্মৃতি সদনে মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংবর্ধনা দেওয়া হয় শুভেন্দুকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০২:২০
Share:

নন্দীগ্রাম বিধানসভা থেকে জিতে রাজ্যের পরিবহণ মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তমলুকের সাংসদ পদে তিনি ইস্তফা দিয়েছে। তবে হলদিয়া উন্নয়ন পর্ষদের (এইচডিএ) চেয়ারম্যান থাকছেন শুভেন্দু অধিকারীই।

Advertisement

শনিবার তমলুক পুরসভার উদ্যোগে শহরের মহেন্দ্র স্মৃতি সদনে মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংবর্ধনা দেওয়া হয় শুভেন্দুকেও। সেই মঞ্চেই শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে আমাকে নিযুক্ত করেছেন।’’ ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার আসার পরে শুভেন্দু হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। তবে এ বার বিধানসভা ভোটে লড়ার আগে নিয়মমাফিক হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

এ দিন শুভেন্দু আরও জানান, তমলুকের সাংসদ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নে যে ভাবে চেষ্টা করতেন রাজ্যের পরিবহণমন্ত্রী হিসেবেও সেই একই চেষ্টা করবেন। শুভেন্দুর আশ্বাস, ‘‘আমি সাংসদ হিসেবে এই জেলার পরিকাঠামোগত শ্রীবৃদ্ধিতে যে ভূমিকা গ্রহণ করেছিলাম বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে সেই ভূমিকা পালন করব, কথা দিচ্ছি।’’ ওই অনুষ্ঠানে ছিলেন পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন, উপ-পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়। এ দিন পুরনো মামলার হাজিরা দিতে কাঁথি আদালতেও যান শুভেন্দু। পরে কাঁথি আদালতের ফৌজদারি বার অ্যাসোসিয়েশনে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement