বাসে উঠলে পড়ুয়াদের অর্ধেক ভাড়া

বুধবার বিকেলে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরাদের সঙ্গে বৈঠকে বসেন পরিবহণ কর্তারা। বৈঠকে বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে, ‘স্টুডেন্ট কনসেশন’ চালু রাখতে হবে। পড়ুয়াদের ক্ষেত্রে অর্ধেক ভাড়া নিতে হবে।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০১:১৬
Share:

বাসভাড়া বাড়ায় সমস্যায় পড়ছিলেন পড়ুয়ারা। বিশেষ করে যাঁরা বাসে করেই কলেজ, বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করেন। বাসভাড়ার ক্ষেত্রে ‘স্টুডেন্ট কনসেশন’ অনেক দিন ধরেই চালু রয়েছে জেলায়। তবে তা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছিল না বলে অভিযোগ। এ বার সব পড়ুয়াদের অর্ধেক ভাড়ায় বাসে তুলতে হবে বলে নির্দেশ জারি করল পরিবহণ দফতর।

Advertisement

বুধবার বিকেলে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরাদের সঙ্গে বৈঠকে বসেন পরিবহণ কর্তারা। বৈঠকে বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে, ‘স্টুডেন্ট কনসেশন’ চালু রাখতে হবে। পড়ুয়াদের ক্ষেত্রে অর্ধেক ভাড়া নিতে হবে।

বৈঠকের কথা মানছেন জেলার অতিরিক্ত পরিবহণ আধিকারিক অমিত দত্ত। তিনি বলেন, “একটা বৈঠক হয়েছে। বৈঠক ফলপ্রসূই হয়েছে।” কেন এই বৈঠক? অমিতবাবুর জবাব, “কিছু অভিযোগ এসেছিল। ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া নেওয়া সংক্রান্ত অভিযোগ। তাই বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছিল। আশা করি, আগামী দিনে আরও কোনও সমস্যা হবে না।”

Advertisement

বস্তুত, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করা, ছাত্রছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করা-সহ বেশ কিছু দাবিতে দিন কয়েক ধরেই আন্দোলন করছিল ডিএসও। গত মঙ্গলবার জেলা পরিবহণ দফতরে স্মারকলিপিও দেয় ওই ছাত্র সংগঠন। জেলাশাসকের দফতরেও স্মারকলিপি দেওয়া হয়েছিল।

ডিএসও-র জেলা সভাপতি দীপক পাত্র বলেন, “এটা আন্দোলনেরই জয়। আমরা ছাত্রছাত্রীদের বলছি, কোনও বাস অর্ধেক ভাড়া নিতে অস্বীকার করলে, দুর্ব্যবহার করলে, ‘নো- কনসেশন’ বললে, কিলোমিটার-সহ বাসে ওঠার ও গন্তব্য স্টপেজের নাম-সহ কন্ডাক্টরের কাছ থেকে টিকিটে লিখে নেবেন। বাসের নাম ও নম্বর সহ সেই টিকিট পরিবহণ দফতরে জমা দেবেন। দফতরের আধিকারিকেরা আশ্বাস দিয়েছেন, এমন অভিযোগ এলে দ্রুত পদক্ষেপ করা হবে।”

ডিএসও-র বক্তব্য, অন্য জেলার থেকে এই জেলায় বাসের পুরনো ভাড়া এমনিতেই বেশি ছিল। ফলে, এখানে নতুন করে ভাড়া বাড়ানোর প্রয়োজন ছিল না। অন্য জেলায় ৬০ কিলোমিটার পর্যন্ত নতুন বর্ধিত ভাড়া ২১ টাকা। আগে ছিল ২০ টাকা। আর পশ্চিম মেদিনীপুরে ৬০ কিলোমিটার পর্যন্ত নতুন বর্ধিত ভাড়া ৪৬ টাকা। আগে ছিল ৪০ টাকা। দীপকবাবু বলেন, “বেলদা থেকে মেদিনীপুরের বাসভাড়া এক সময়ে ছিল ২০ টাকা। পরে ৩০ টাকা হয়েছিল। এখন ৪০ টাকা। ছাত্রছাত্রীদের পক্ষে রোজ এই ভাড়া দিয়ে মেদিনীপুরে এসে বিশ্ববিদ্যালয়ে পড়া অসম্ভব।”

আগামী দিনে কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন রুটে ‘ছাত্র যাত্রী কমিটি’ গঠন করা হবে বলেও ডিএসও জানিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement