প্রচারে নির্দলদের তোপ সৌমেন মহাপাত্রের

তমলুক পুরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে দলেরই একাংশের নির্দল প্রার্থী হওয়া নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। একই পথে হেঁটে এবার ভোট প্রচারে এসে ফের নির্দল প্রার্থীদের আক্রমণ করলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০০:২৭
Share:

তমলুক পুরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে দলেরই একাংশের নির্দল প্রার্থী হওয়া নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। একই পথে হেঁটে এবার ভোট প্রচারে এসে ফের নির্দল প্রার্থীদের আক্রমণ করলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার সকালে তমলুক পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী উপ-পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়ের সমর্থনে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে পদযাত্রা করেন সৌমেনবাবু। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে মন্ত্রীর এ দিনের পদযাত্রায় দলীয় কর্মী-সমর্থকরা বিরোধী সিপিএম, বিজেপি, কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে মুখ না খুলে শুধুমাত্র নির্দল প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন। পদযাত্রা শেষে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমেনবাবু বলেন, ‘‘নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও এখানে হঠাৎ-ই কিছু মানুষ নিজেদের নির্দল বলে ভোটে প্রার্থী হয়েছেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করছেন। আর এখানে বিরোধীপক্ষে থাকা জাতীয় কংগ্রেস, বিজেপি, সিপিএম পুরসভার সব আসনে প্রার্থী দিতেই পারেনি। তাঁদের মধ্যে এখানে একটা অশুভ আঁতাত হয়েছে। উন্নয়নকে স্তব্ধ করার জন্যই এই জোট।’’ সৌমেনবাবু এদিন বলেন, ‘‘তমলুক শহরের উন্নয়নের জন্য রাজ্যে তৃণমূল সরকার আসার আগে তমলুকের কি অবস্থা ছিল ও তাঁরপর এই অল্প সময়ে রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে ও তমলুকের সাংসদ, হলদিয়া উন্নয়ন পর্ষদ, বিধায়ক, তমলুক পুরসভা যেভাবে উন্নয়নের চেষ্টা করেছে তা শহরের মানুষ দেখেছেন । পানীয় জল, রাস্তাঘাট, আলো, নিকাশি ব্যবস্থার উন্নয়নের সাথে তমলুক হাসপাতাল, স্টেডিয়ামের যেভাবে উন্নয়ন হয়েছে আরো উন্নয়নের স্বার্থে আমাদের সমর্থন করবে বলেই আশা করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement