অখিল গিরি। —ফাইল চিত্র।
সমবায়ের পরিচালন সমিতিতে ‘ব্যাঙ্ক নমিনি’ হিসেবে ঘোষণা করা হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতার নাম। এই অভিযোগ তুলে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকদের একাংশ। সেই বিক্ষোভ থেকে রাজ্যের কারামন্ত্রী অখিলের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে কিছু ক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ‘ব্যাঙ্ক নমিনি’কে বাদ দিয়েই সমবায়ের বোর্ড গঠন করা হয়।
ঘটনার সূত্রপাত, কাঁথি জনমঙ্গল সমিতির বোর্ড গঠনের আগে ‘ব্যাঙ্ক নমিনি’ হিসেবে সত্যেন জানার নাম ঘোষণাকে কেন্দ্র করে। সত্যেনের বিরুদ্ধে অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন। এর পর বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের একাংশ। তাদের দাবি, অখিলের প্যাডে সত্যেনের নাম সুপারিশ করা হয়েছে। এই অভিযোগ তুলে জনমঙ্গল সমিতির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঁথি পুরসভার কাউন্সিলর রিনা দাস-সহ অনেকে। হাবিবুর পরে বলেন, ‘‘কাঁথি জনমঙ্গল সমিতি অধিকারী পরিবারের দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল। কালো টাকা সাদা করা থেকে একাধিক দুর্নীতি হয়েছে এই সমিতি থেকে। এখানেই প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা সত্যেন জানার নাম ব্যাঙ্ক নমিনি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর জবাব চাই’’
অখিলের দাবি, “আমি আজ কলকাতায় ছিলাম। আজই জনমঙ্গল সমবায়ে বোর্ড গঠন নিয়ে বিশেষ কিছুই জানি না। কে আমার বিরুদ্ধে গালিগালাজ করেছে তা-ও আমার জানা নেই। তবে যারা এটা করেছে না জেনেই করেছে। এই বিষয়ে আমি বিশেষ কিছুই জানি না।’’
তৃণমূলের এই বিক্ষোভকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, ‘‘দু’টি গোষ্ঠীর মধ্যে কাটমানি দখলের লড়াই চলছে। আর পুলিশ ওদের কথাতেই চলছে।’’