Post Poll Violence

আবু তাহেরের বিরুদ্ধে বহাল পরোয়ানা, তবে ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন নয় তৃণমূল নেতাকে

নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় অবশেষে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন তৃণমূলের একঝাঁক নেতা-কর্মী। শুক্রবার হলদিয়া ফার্স্ট ট্রাক আদালতের নির্দেশে ওই মামলায় গ্রেফতার হওয়া ৯ জন জামিন পেয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১৩:২৭
Share:

জামিন নয় তৃণমূল নেতাকে। — নিজস্ব চিত্র।

নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় অবশেষে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন তৃণমূলের একঝাঁক নেতা-কর্মী। শুক্রবার হলদিয়া ফার্স্ট ট্রাক আদালতের নির্দেশে ওই মামলায় গ্রেফতার হওয়া ৯ জন জামিন পেয়েছেন। এর আগে ওই মামলায় আরও ৫ জন জামিনে ছাড়া পেয়েছিলেন। যদিও সিবিআইয়ের গ্রেফতারি এড়ানো আবু তাহের-সহ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে এখনও জারি রয়েছে গ্রেফতারি পরোয়ানা।

Advertisement

গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিন অর্থাৎ ৩ মে নন্দীগ্রাম ১ ব্লকের চিল্লোগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি জখম হন সংঘর্ষে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে নেমে সিবিআই তৃণমূলের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে। তবে আবু তাহের, শেখ আমানুল্লা এবং শেখ খুশনবি এড়িয়ে যান সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। পরে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হলদিয়া আদালত। অভিযুক্তদের আইনজীবী মনসুর আলম বলেন, ‘‘দেবব্রত মাইতির মৃত্যু মামলায় সিবিআই তদন্ত চালাচ্ছিল। এখনও না কি তাদের তদন্ত বাকি আছে। অভিযুক্তরা ১৯ মাসের বেশি সময় বন্দি ছিলেন। এ বার হলদিয়া ফার্স্ট ট্র্যাক আদালত আইনজীবীদের বন্ডে ৯ জনের জামিন মঞ্জুর করেছেন। জামিনে শর্ত দেওয়া হয়েছে, তাঁরা অন্তর্বর্তী জামিনে মুক্ত থাকবেন। রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না। প্রয়োজনে তদন্তে সহযোগিতা করতে হবে।’’

মনসুর আরও বলেন, ‘‘সিবিআইয়ের আইনজীবী ধৃতদের জামিনের বিরোধিতা করেছিলেন। তদন্তের স্বার্থে আরও সময় চেয়েছিলেন তাঁরা। তবে বিচারক সব পক্ষের বক্তব্য শুনে জামিন মঞ্জুর করেছেন। আমরা আশা করছি, খুব শীঘ্রই আবু তাহের-সহ বাকিদেরও জামিন মঞ্জুর হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement