Sova Sahu

দিবাকরের দায়িত্ব সামলাবেন শোভা

শনিবার নোনাকুড়ি বাজারে শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের বর্ধিত সভায় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী  জানিয়ে দেন, এখন থেকে পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনার জন্য দলের জেলা সভাপতি গাইডলাইন দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share:

প্রতীকী চিত্র

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা। বর্তমানে জেল হেফাজতে দিবাকর। গত ৬ ফেব্রয়ারি তাপবিদ্যুৎ কেন্দ্রে ওই ঘটনার পর তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃণমূল নিয়ন্ত্রিত ঠিকা শ্রমিক ইউনিয়ন ও দল থেকে সাসপেন্ড হয়েছেন দিবাকর।

Advertisement

শনিবার নোনাকুড়ি বাজারে শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের বর্ধিত সভায় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এখন থেকে পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনার জন্য দলের জেলা সভাপতি গাইডলাইন দেবেন। শুভেন্দুর সেই বার্তার পরেই দিবাকরকে পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব থেকেও সরানোর প্রক্রিয়া শুরু হয়। প্রশ্ন ওঠে সভাপতি কে হবেন! পঞ্চায়েত সমিতির সহ-সভানেত্রী শোভা সাউকে সভাপতি করা নিয়ে জল্পনা শুরু হয়। সোমবার সরকারি নির্দেশিকা মেনে দিবাকরের অনুপস্থিতিতে পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয় সহ-সভাপতি শোভা সাউকেই।

এদিন বিডিও সুমন মণ্ডল পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন শোভাকে। বিডিও বলেন, ‘‘সভাপতি পঞ্চায়েত সমিতির অফিসে অনুপস্থিত থাকায় পঞ্চায়েত আইন অনুযায়ী সহ-সভাপতিকে অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’’ এই পদক্ষেপের ফলে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকেও দিবাকরকে সরানোর কাজ আরও একধাপ এগিয়ে গেল বলে দাবি তৃণমূলের একাংশের। ব্লক তৃণমূলের আহ্বায়ক শরৎ মেট্যা বলেন, ‘‘পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁর অফিসে অনুপস্থিত থাকায় বিভিন্ন কাজে সমস্যা হচ্ছিল। সরকারি নিয়মমেনেই বিডিও এদিন সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছেন। এর ফলে পঞ্চায়েত সমিতির কাজে অচলাবস্থা কাটবে আশা করছি।’’

Advertisement

অন্যদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার হয়ে জেল হেফাজতে থাকা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরহরি মাজির টিআই প্যারেড হল সোমবার। দিবাকরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতাকে ঘটনার রাতেই পুলিশ গ্রেফতার করেছিল। ইতিমধ্যেই জেল হেফাজতে থাকা দিবাকর জামিনের আবেদন জানিয়েছেন তমলুক আদালতে। আজ, মঙ্গলবার সেই আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। মামলার সরকারি আইনজীবি সফিউল আলি খান বলেন, ‘‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘটনায় গ্রেফতার গৌরহরি মাজির টি আই প্যারেড হয়েছে। দিবাকর জানার জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার আদালতে শুনানি হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement