Sisir Adhikari

Sisir-Dibyendu: ‘ভোট কাকে দেব বলা যাবে না’, পুত্র দিব্যেন্দুকে নিয়ে দিল্লি গেলেন শিশির অধিকারী

শান্তিকুঞ্জের গৃহকর্তা বলেন, ‘‘আজই (রবিবার) দিল্লিতে এসে পৌঁছেছি। আগামিকাল (সোমবার) রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ২১:০০
Share:

দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দিল্লি গেলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তাঁর পুত্র তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যার বিমানে রাজধানীর পথে উড়ে গিয়েছেন পিতা-পুত্র। শান্তিকুঞ্জের গৃহকর্তা বলেন, ‘‘আজই (রবিবার) দিল্লিতে এসে পৌঁছেছি। আগামিকাল (সোমবার) রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেব।’’

Advertisement

অসুস্থতার কারণে দীর্ঘ দিন দিল্লিমুখো হননি কাঁথির সাংসদ। তবে এ বার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাজধানীতে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন শিশির। কিন্তু চিকিৎসক তাঁকে অনুমতি দেবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ চিকিৎসকের অনুমতি পেয়ে দিল্লি এসে বলেন, ‘‘চাইলে কলকাতাতেও ভোট দিতে পারতাম। কিন্তু আমায় কেউ কিছু জানাননি। তাই নিজেই চলে এলাম দিল্লিতে।’’

গত সপ্তাহে শিশিরের দিল্লি এসে ভোট দেওয়ার মন্তব্য ঘিরেই জল্পনার সূত্রপাত। শিশিরের মতো পরে পুত্র দিব্যেন্দুও জানান, দল (তৃণমূল) যাঁকে সমর্থন করছে, বিরোধীদের সেই প্রার্থী যশবন্ত সিন্হাকেই তিনি ভোট দেবেন। দিল্লি গিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনিও। সেই পরিকল্পনা মতোই দিল্লি গেলেন শান্তিকুঞ্জের দুই সাংসদ। কিন্তু কাকে ভোট দেবেন তাঁরা? রবিবার সন্ধ্যায় শিশির বলেন, ‘‘ভোট দেওয়াটা সম্পূর্ণ গোপনীয় বিষয়। আমি কাকে ভোট দেব, তা প্রকাশ্যে বলা যাবে না।’’

Advertisement

দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া ছাড়াও তাঁর কি অন্য কোনও কর্মসূচি রয়েছে? জবাবে শিশির বলেন, ‘‘আমি এমসে চিকিৎসা করাব। এ ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেগুলি মিটিয়ে নেব। সব কিছু মিটে গেলে শীঘ্রই দিল্লি থেকে ফিরব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement