বীরসিংহ গ্রামে শুভেন্দু অধিকারীর অনুগামীদের মিছিল
পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল। তিনি অসুস্থ। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মিছিল করে বীরসিংহে এলেন তাঁর অনুগামীরা। তবে তাঁরা এলেন সরকারি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে। শুভেন্দুকেও সাম্প্রতিক কালে কোনও সরকারি অনুষ্ঠান মঞ্চে দেখা যায়নি। বিদ্যাসাগর স্মরণেও বজায় রইল সেই ধারা।
মঙ্গলবার বীরসিংহ লাগোয়া পাতরা মোড় থেকে বিদ্যাসাগরের ছবি দেওয়া গেঞ্জি ও টুপি পরে প্রায় চারশো জন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে পৌঁছন। তাঁদের গলাতেও বিদ্যাসাগরের ছবিৃসহ প্ল্যাকার্ড ছিল। তাতে ‘জয়তু বিদ্যাসাগর’ এর নিচে লেখা ছিল ‘আমরা দাদার অনুগামী’। সাম্প্রতিক অতীতে এই নামেই সমান্তরাল ভাবে নানা সামাজিক কাজ করছেন শুভেন্দু অনুগামীরা।
এ দিন বীরসিংহের সরকারি অনুষ্ঠান শেষ হয় সকাল ১০টার একটু পরে। তার কিছু পরে বীরসিংহের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে পৌঁছন শুভেন্দুর অনুগামীরা। বিদ্যাসাগরের গলায় মালা পরিয়ে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে যান তাঁরা। সেখানে ভগবতী দেবী এবং বিদ্যাসাগরের গলায় মালা পরিয়ে দিনটি স্মরণ করেন। পরে সেই বিদ্যালয়ের টিচার ইনচার্জ শক্তিপদ বেরা-সহ জেলার পাঁচ শিক্ষককে সংবর্ধিতও করেন তাঁরা।
এ দিন বীরসিংহের মাটিতে দাঁড়িয়ে আগামী বছর থেকে বিদ্যাসাগরের জন্মদিনে শিক্ষক দিবস পালনের দাবি তোলেন শুভেন্দু অনুগামীরা। ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত, কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত দে, খড়ার পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান অরূপ রায়, রক্তদান আন্দোলন কর্মী শপথ চক্রবর্তী প্রমুখ।
করোনা আবহে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষের সরকারিস্তরের সমাপ্তি অনুষ্ঠানে সেভাবে জাঁক ছিল না। ২৬ সেপ্টম্বর থেকে শুরু হওয়া সেই অনুষ্ঠান শেষ হয় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর। এ দিন সরকারি অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমাশাসক অসীম পাল, ঘাটাল কলেজের টিচার ইনচার্জ লক্ষীকান্ত রায়, বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক শক্তিপদ বেরা প্রমুখ। যোগ দিয়েছিলেন গ্রামবাসীরাও।
বীরসিংহের মানুষ ২৯ সেপ্টেম্বর দিনটিকেই বিদ্যাসাগরের জন্মদিন বলে মনে করেন। ফলে মঙ্গলবার সারা দিনই উৎসব মুখর পরিবেশ ছিল সেখানে। বিকালে বিদ্যাসাগর লাইব্রেরির তরফে কৃতী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যাসাগর বিষয়ক আলোচনা শিবির হয়। স্থানীয় এক ক্লাবের উদ্যোগে হয় রক্তদান শিবির। ঘাটাল মহকুমা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির তরফেও কম্বল বিলি হয়।