মন্দারমণিতে বিচ ম্যারাথন তো তাজপুরে বিচ ভলিবল, নিউ দিঘায় লোক সঙ্গীত তো ওল্ড দিঘায় পর্যটকদের জন্য ক্যুইজ প্রতিযোগিতা। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে পূর্ব মেদিনীপুরের সৈকত শহরগুলোতে পর্যটন উৎসবের জন্য তৈরি জেলা প্রশাসন। রাজ্য পর্যটন দফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত পর্যটন উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
মন্দারমণিতে আয়োজিত বিচ-ম্যারাথন-এ জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ পুলিশ ও প্রশাসনের বড় কর্তারা যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক সুমন বিশ্বাস।
এ ছাড়া তাজপুরের সৈকতে আয়োজন করা হয়েছে বিচ ভলিবল প্রতিযোগিতার। সন্ধ্যার পর সৈকতে বসবে লোকগানের আসর। থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে পর্যটন উৎসবের মূল অনুষ্ঠানটি হবে দিঘায়। নিউ দিঘার পুলিশ হলিডে হোমের মাঠে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার, ওল্ড দিঘায় বিশ্ববাংলা উদ্যানে হবে বসে আঁকো প্রতিযোগিতার আসর। তা ছাড়া, পর্যটকদের জন্য থাকছে বিশেষ স্পট ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন।
জেলার পর্যটন কেন্দ্রের উপর আলোকচিত্র ও ভিডিও ক্লিপিংস প্রতিযোগিতার আয়োজন করেছিল জেলা প্রশাসন। ২২সেপ্টেম্বর ফল প্রকাশিত হয়েছে। সফল প্রতিযোগীদের ২৭ সেপ্টেম্বর দিঘায় পুরস্কৃত করা হবে।