করোনা মোকাবিলায় এইচডি ইউনিট চালু হল মেদিনীপুর হাসপাতালে

মঙ্গলবার নতুন এই ইউনিটের উদ্বোধন করেন জেলাশাসক রশ্মি কোমল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৬:৪৩
Share:

হাসপাতালে এইচডি ইউনিটের উদ্বোধনে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। নিজস্ব চিত্র।

Advertisement

পুজোর পর আসতে পারে করোনা-ঢেউ । এই আশঙ্কায় চিকিৎসা পরিকাঠামো জোরদার করছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রসাশন। তারই অঙ্গ হিসেবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (সারি) এইচডি ইউনিট। হাসপাতালের পুরনো আইসোলেশন ওয়ার্ডেই চালু হয়েছে এই পরিষেবা। কো-মর্বিডিটি রয়েছে এমন এবং করোনা আক্রান্ত সঙ্কটজনক রোগীদের রাখা হবে এই বিভাগে।

মঙ্গলবার নতুন এই ইউনিটের উদ্বোধন করেন জেলাশাসক রশ্মি কোমল। মেদিনীপুর হাসপাতালের এইচডি ইউনিটে থাকবে ২৬টি শয্যা। প্রতিটি শয্যার সঙ্গে থাকবে মনিটর এবং অক্সিজেনের ব্যবস্থা। এই ওয়ার্ডের বর্জ্য পদার্থ ফেলার জন্য তৈরি করা হয়েছে ভ্যাট। সব মিলিয়ে এই ইউনিউ তৈরিতে খরচ হয়েছে ৬ কোটি টাকা। হাসপাতালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু জানিয়েছেন, হাসপাতালে যে সব বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাঁরাই এই বিভাগে পরিষেবা দেবেন।

প্রসঙ্গত, এখনও অব্দি পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৮৭ জন। জেলায় করোনা প্রাণ কেড়েছে ২১৪ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement