দিঘা উন্নয়ন পর্ষদের গেটে আবর্জনা ছড়িয়ে বিক্ষোভ সাফাই কর্মীদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্ব মেদিনীপুর শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৩:২৫
Share:

জঞ্জাল ফেলে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

সাফাইয়ের কাজে ঠিকাদার সংস্থা নিয়োগের জেরে কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে দিঘা উন্নয়ন পর্ষদের অস্থায়ী সাফাই কর্মীদের। তারই প্রতিবাদে পর্ষদ অফিসের গেটের সামনে আবর্জনা ফেলে বিক্ষোভ চলল শনিবার সকাল থেকে।

Advertisement

বিক্ষোভরত সাফাই কর্মীদের বক্তব্য, এত দিন তাঁরা সরাসরি উন্নয়ন পর্ষদের কাছে কাজ করলেও সম্প্রতি একটি ঠিকাদার সংস্থাকে সাফাইয়ের বরাত দেওয়া হয়েছে।

এরই প্রতিবাদে এ দিন সকালে উন্নয়ন পর্ষদের মূল গেটের সামনে দিঘার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি করে আবর্জনা তুলে এনে ঢেলে দেওয়া হয়।

Advertisement

বিক্ষোভ আগে থেকেই চলছিল। গত কয়েকদিন ধরেই আবর্জনা না তোলায় দিঘার যত্রতত্র ময়লা পড়ে রয়েছে। ক্ষোভ বাড়ছে হোটেল মালিক থেকে পর্যটকদের মধ্যেও। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘ ১০-১৫ বছর ধরে দিঘা উন্নয়ন পর্ষদের অধীনে প্রায় ১২৬ জন অস্থায়ী সাফাই কর্মী কাজ করছেন।
এত দিন তাঁরা সরাসরি উন্নয়ন পর্ষদের অধীনে কাজ করলেও সম্প্রতি একটি ঠিকাদার সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে। এর ফলে অস্থায়ী কর্মীদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে শুক্রবার উন্নয়ন পর্ষদের সামনে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। স্মারকলিপি দেওয়া হয়েছিল উন্নয়ন পর্ষদ অফিসে। কিন্তু তার পরও পর্ষদের তরফে কর্মীদের কোনও সদুত্তর দেওয়া হয়নি। কাজ চলে না গেলেও ঠিকাদার সংস্থার থেকে কর্মীরা আদৌ সঠিক ভাবে কাজ পাবেন এমন নিশ্চয়তা কেউ দিচ্ছে না। এরই প্রতিবাদে শনিবার ময়লা ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

যদিও রামনগর-১ ব্লকের তৃণমূল সভাপতি নিতাইচরণ সারের দাবী, সাফাইয়ের কাজ ভাল ভাবে করার জন্যই ঠিকাদার সংস্থা নিয়োগ করা হয়েছে। এর জন্য কারও কাজ যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement