মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় আহত শিশু, অবরোধ

কেন আহত শিশুকে ফেলে চলে গেলেন মহকুমাশাসক, সেই প্রশ্ন তুলে স্থানীয়েরা পথ অবরোধ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটাশপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০২:০৭
Share:

বিক্ষোভ: রাস্তা অবরোধ গ্রামবাসীদের। শনিবার। নিজস্ব চিত্র

মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় আহত হল আট বছরের এক শিশু। শনিবারের ওই ঘটনায় আহতকে রাস্তায় ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যাওয়ারও অভিযোগ উঠেছে। যার প্রতিবাদে পটাশপুরের অমর্ষির শাঁখারি মোড়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন মহকুমাশাসক।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল ১০টা নাগাদ এগরার মহকুমাশাসকের গাড়ি অমর্ষি পেরিয়ে শাঁখারি মোড়ের দিকে যাচ্ছিল। গাড়িতে ছিলেন মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস। ওই সময় এক শিশু মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় আহত হয়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরেও গাড়ি থামানো হয়নি। পরে স্থানীয়েরাই ফোন করে মংলামাড় বাজারে গাড়িটিকে দাঁড় করান। তাঁদের দাবি, জরুরি বৈঠক থাকায় প্রথমে গাড়ি থামাননি মহকুমাশাসক।

কেন আহত শিশুকে ফেলে চলে গেলেন মহকুমাশাসক, সেই প্রশ্ন তুলে স্থানীয়েরা পথ অবরোধ করেন। এক ঘণ্টার ওই অবরোধে রাস্তা জুড়ে তৈরি হয় তীব্র যানজট। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আহত শিশুকে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, ওই শিশুর মাথা ফেটে গিয়েছে। চকবেলি গ্রামের বাসিন্দা রাজীব মুলা নামে ওই শিশু আত্মীয়ের বাড়িতে এসেছিল। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

Advertisement

শিশুর বাবা শম্ভু মুলা বলেন, ‘‘মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল ও। হঠাৎ রাস্তায় ছুটে যেতে ওই বিপত্তি। কয়েকটি সেলাই পড়েছে। সিটিস্ক্যান হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছে ছেলের শরীর।’’

সূত্রের খবর, এ দিন বৈঠকের ফাঁকে তমলুক থেকে ফোনে এগরা হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে আহত বালকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মহকুমাশাসক। এ দিনের দুর্ঘটনা প্রসঙ্গে রজতবাবু বলেন, ‘‘আমি গাড়ি থেকে নেমে আহত ওই শিশুর পরিবারে সঙ্গে কথা বলেছিলাম। এগরা হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার সব রকম খোঁজ খবর রাখছি। আহত ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার গাড়ি এবং তার যাবতীয় চিকিৎসার খরচের ব্যবস্থা করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement