দুর্ঘটনার পর গাড়িতে আগুন, মেছেদায়
জাতীয় সড়কে ছোট লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম হয়েছেন আরও ২ জন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে কোলাঘাট থানার মেচেদার কাছে শান্তিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত বারীন হাজরা ( ৫০) শান্তিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন বারীনবাবু, তাঁর স্ত্রী ও স্থানীয় বেশ কিছু বাসিন্দা। সেই সময় মেচেদার দিক থেকে হলদিয়ার দিকে যাওয়া একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বারীনবাবু, তাঁর স্ত্রী সহ তিনজনকে ধাক্কা মারে বলে অভিযোগ। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বারীনবাবুর। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করে। দুর্ঘটনার পরেই গাড়ির চালক পালিয়ে যায়।
ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা ওই পিক-আপ ভ্যানচালককে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা ওই ছোট লরিটিতে আগুন ধরিয়ে দেয়। কোলাঘাট থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দমকলবাহিনী গিয়ে আগুন নেভায়। জনতাকে হঠাতে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ।
এই দুর্ঘটনার রেশ কাটার আগেই দুপুর সাড়ে ১২ টা নাগাদ ফের মেচেদার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন সিমেন্ট কারখানার কাছে খেজুরিগামী বেসরকারি বাসের ধাক্কায় এক মোটরবাইক আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মেচেদার একটি নার্সিংহোমে ভর্তি করে। পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দিকে এ দিন সকালে তমলুক শহরের টাউন স্কুলের কাছে সড়কে একটি ট্যাক্সির ধাক্কায় তিন মহিলা আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, ওই ট্যাক্সিটিকে আটক করা হয়েছে।