—ফাইল চিত্র
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এক কর্মশালার আসার কথা ছিল চিনের দু’জন গবেষকের। তবে তাঁরা আসতে পারেননি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, করোনা ভাইরাস আতঙ্কের জেরেই এ দেশে আসতে পারেননি বেজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়েরওই দু’জন গবেষক। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে এই কর্মশালা শুরু হয়েছে। এ দেশের বিভিন্ন রাজ্য থেকে, এমনকি, ভিন্ দেশের গবেষকেরাও এতে অংশগ্রহণ করেছেন।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী মানছেন, ‘‘চিনের দু’জন গবেষকের এই কর্মশালায় আসার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির জেরে তাঁরা আসতে পারেননি।’’ এ দিন থেকে শুরু হওয়া সাতদিনের এই কর্মশালার পোশাকি নাম ‘রিসার্চ উইক’। ‘ন্যাচার, কালচার অ্যান্ড পলিটিক্স’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধনে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের এক সভাঘরে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, এখানে গবেষক ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মত বিনিময় করবেন। তাঁদের গবেষণার বিষয় নিয়ে চর্চা করবেন। বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ’- এর উদ্যোগে এই প্রথম এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশা, ‘‘এই ধরনের কর্মশালা গবেষক ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে।’’ উদ্বোধনে বক্তৃতা করতে গিয়ে বিজ্ঞান প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে আধুনিকতার সংজ্ঞা ও তার বিস্তার কী ভাবে বদলে যাচ্ছে সে বিষয়ে আলোচনা করেন উপাচার্য।
চিনে ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যে মৃতের সংখ্যা আটশো ছাড়িয়েছে। বর্তমান এই পরিস্থিতির প্রেক্ষিতে বাতিল করা হয়েছে চিন থেকে ভারতে আসার সব রকম ভিসা। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানাচ্ছেন, ‘‘চিনের বেজিং থেকে দু’জন গবেষকের এখানে আসার কথা ছিল। শেষ মুহূর্তে তাঁরা সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।’’