—ফাইল চিত্র
বিজেপিতে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় শনিবার শুরু হলে ক্ষোভ-বিক্ষোভ।
হলদিয়া-নন্দীগ্রামে কোথাও শুভেন্দুর ফ্লেক্সে পরানো হল জুতোর মালা, কোথাও ছিঁড়ে দেওয়া হল ফ্লেক্স, কোথাও দলীয় কার্যালয়ে শুভেন্দুর নামে মাখিয়ে দেওয়া হল কাদা। তৃণমূল কর্মীদের একাংশ স্লোগান তুলে শুভেন্দুকে বেইমান বলছেন, তো কেউ বলছেন বিজেপি’র দালাল।
অভিযোগ ছিল, হলদিয়ার দুর্গাচকে এতদিন তৃণমূলের দলীয় কার্যালয় ‘দখল’ করে রেখেছিলেন শুভেন্দুর অনুগামীরা। এ দিন শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই সেই অফিস ফের দখল করেন হলদিয়া পুর পরিষদ স্বপন নস্করের নেতৃত্বে স্থানীয় তৃণমূল কর্মীরা। হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে শুভেন্দুর ব্যানার-ফ্লেক্স ছিড়ে দেওয়া হয়। হলদিয়ার এক বেসরকারি সংস্থার শ্রমিক সংগঠন অফিসে শুভেন্দুর ছবি মুছে দেওয়া হয়।
নন্দীগ্রামের আমদাবাদ এলাকাতে শুভেন্দুর নামের ওপর কাদা মাখানো হয়। নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে চৌরঙ্গীতে, সোনাচূড়ায় এবং নন্দীগ্রামে থানা মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হয় ধিক্কার মিছিল হয়েছে। সেই ধিক্কার মিছিল থেকে স্লোগান ওঠে— ‘নন্দীগ্রাম থেকে বিশ্বাসঘাতক শুভেন্দু নিপাত যাক’। ‘তোলাবাজ শুভেন্দু নন্দীগ্রাম থেকে দুর হটো’। শুভেন্দুর বিরুদ্ধে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ‘পরিবার তন্ত্রের’ বিরোধিতা করে একটি জনসভা হয়। তবে বিরোধিতার পাশাপাশি শুভেন্দুর মঙ্গল কামনায় কাঁথি শহরের নিউমার্কেট এলাকায় হোম-যজ্ঞও হয়েছে এ দিন।