Police

বাড়ছে উত্তেজনার পারদ, শুভেন্দুর জেলায় চলছে পুলিশের রুটমার্চ

পূর্ব মেদিনীপুরে আইন শৃঙ্খলার কোনও অবনতি যাতে না হয়, তা নিশ্চিত করাই এখন পুলিশ প্রশাসনের কাছে অগ্রাধিকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৭:৫৫
Share:

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পুলিশের রুটমার্চ। নিজস্ব চিত্র।

ভোটের মুখে গোটা রাজ্য জুড়েই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময় থেকেই পূর্ব মেদিনীপুরের ক্রমাগত রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। কোথাও শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হচ্ছে, আবার কোথাও তাঁকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে মঞ্চ। সব মিলিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পুলিশের রুট মার্চও।

Advertisement

বুধবার জেলা সদর তমলুকে নিজের দফতরে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তিনি জানান, রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দিকেই নজর রয়েছে সবার। তাই যে সমস্ত জায়গায় অশান্তি দানা বাঁধছে সেখানে পুনরায় যাতে কোনও অশান্তি না হয়, তা নজরে রাখা হচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে থাকা অভিযুক্তদের ধরতে বিশেষ তৎপরতা শুরু হয়েছে।

গত কয়েক দিনে কাঁথি পাঁশকুড়া খেজুরি ময়না ভগবানপুর-সহ বিভিন্ন এলাকায় পুলিশের রুট মার্চ শুরু হয়েছে। পুলিশ সুপার নিজেও বিশেষভাবে উপদ্রুত এলাকাগুলিতে রুট মার্চে সামিল হচ্ছেন বলে জানিয়েছেন। এছাড়া যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, তাঁদের ধরতেও বিশেষ তৎপরতা নেওয়া হয়েছে।

Advertisement

কিছুদিন আগেই রাজ্য সফরে এসে হামলার মুখে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই সময় দায়িত্বপ্রাপ্ত ৩ আইপিএস অফিসারকে এ রাজ্য থেকে অন্য জায়গায় বদলির নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক মহলের দাবি, এই ঘটনার পর যথেষ্ট চাপে রয়েছেন এ রাজ্যে কর্মরত আইপিএস অফিসাররা। সামনের নির্বাচনে রাজ্যে যাতে রক্তপাত না ঘটে সেদিকে কড়া নজর রাখছে খোদ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকও।

এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে আইন শৃঙ্খলার কোনও অবনতি যাতে না হয়, তা নিশ্চিত করাই এখন পুলিশ প্রশাসনের কাছে অগ্রাধিকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement