প্রতিবাদ মিছিল

সুদিন আসবে, এই স্লোগান দিয়ে এক বছর আগে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এই এক বছরে অবশ্য সুদিন আসেনি। বরং দুর্দিন এসেছে। এই দাবি করে বুধবার মেদিনীপুরে মিছিল করে কংগ্রেস। শহর কংগ্রেসের ডাকেই এই প্রতিবাদ মিছিল। নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সহ- সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান, কাউন্সিলর কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, কুণাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:৫৯
Share:

সুদিন আসবে, এই স্লোগান দিয়ে এক বছর আগে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। এই এক বছরে অবশ্য সুদিন আসেনি। বরং দুর্দিন এসেছে। এই দাবি করে বুধবার মেদিনীপুরে মিছিল করে কংগ্রেস। শহর কংগ্রেসের ডাকেই এই প্রতিবাদ মিছিল। নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সহ- সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান, কাউন্সিলর কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, কুণাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে তা জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে পৌঁছয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, মোদী সরকার সাধারণ মানুষের জন্য কিছু করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement